কলকাতা, 1 ডিসেম্বর: ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়ল বাংলায় ৷ শনিবার রাতে পুদুচেরির উপকূলে আছড়ে পড়ে ফেঞ্জল ৷ তার প্রভাবে বাংলার কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাত হয়েছে ৷ রবিবারও বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷ বৃষ্টির কারণে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে গিয়েছে ৷ তবে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে মত হাওয়া অফিসের ৷
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, ঘূর্ণিঝড় ফেঞ্জলের পরোক্ষ প্রভাব পড়েছে বঙ্গে ৷ শনিবার কলকাতা, দুই মেদিনীপুর, দুই পরগনা, ঝাড়গ্রাম, নদিয়া, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে ৷ তিন আরও বলেন, "রবিবারও বাংলার উপকূলীয় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ দক্ষিম 24 পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সেই সঙ্গে, আকাশ মেঘলা থাকবে কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া ও হুগলি জেলাতে ৷ এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে বাকি জেলাগুলি শুষ্ক থাকবে ৷ "
বঙ্গে শীতের আগমন কবে ?
ডিসেম্বরের আগে বঙ্গে শীতের আগমন হবে না, তা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর ৷ এবারও সেই একই কথা শোনালেন হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ৷ সোমনাথ দত্ত জানান, ঘূর্ণিঝড় ও বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে ৷ আগামী 4-5 দিন তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই ৷ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পারদ পতন ঘটতে পারে । ফলে বঙ্গে শীতের আগমন হতে পারে ৷