পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিম্নচাপ-ঘূর্ণিঝড়ে বাড়ছে তাপমাত্রা, আর্দ্রতা; বঙ্গে শীত আসছে কবে ? - WEST BENGAL WEATHER FORECAST

শনিবার রাতে পুদুচেরির উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফেঞ্জল ৷ বঙ্গে কী আদৌ কোনও প্রভাব পড়েছে ? উত্তর দিল আলিপুর আবহাওয়া দফতর ৷

West bengal weather forecast
বঙ্গে কতটা প্রভাব ঘূর্ণিঝড় ফেঞ্জলের ? (ফাইল চিত্র, ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2024, 7:31 AM IST

কলকাতা, 1 ডিসেম্বর: ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়ল বাংলায় ৷ শনিবার রাতে পুদুচেরির উপকূলে আছড়ে পড়ে ফেঞ্জল ৷ তার প্রভাবে বাংলার কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাত হয়েছে ৷ রবিবারও বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷ বৃষ্টির কারণে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে গিয়েছে ৷ তবে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে মত হাওয়া অফিসের ৷

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, ঘূর্ণিঝড় ফেঞ্জলের পরোক্ষ প্রভাব পড়েছে বঙ্গে ৷ শনিবার কলকাতা, দুই মেদিনীপুর, দুই পরগনা, ঝাড়গ্রাম, নদিয়া, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে ৷ তিন আরও বলেন, "রবিবারও বাংলার উপকূলীয় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ দক্ষিম 24 পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সেই সঙ্গে, আকাশ মেঘলা থাকবে কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া ও হুগলি জেলাতে ৷ এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে বাকি জেলাগুলি শুষ্ক থাকবে ৷ "

কী বললেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ? (ইটিভি ভারত)

বঙ্গে শীতের আগমন কবে ?

ডিসেম্বরের আগে বঙ্গে শীতের আগমন হবে না, তা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর ৷ এবারও সেই একই কথা শোনালেন হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ৷ সোমনাথ দত্ত জানান, ঘূর্ণিঝড় ও বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে ৷ আগামী 4-5 দিন তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই ৷ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পারদ পতন ঘটতে পারে । ফলে বঙ্গে শীতের আগমন হতে পারে ৷

হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা:

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আপাতত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে । কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে । উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়াতে কুয়াশার সম্ভাবনা বেশি ।

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস:

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দিনের আকাশ থাকবে মেঘলা ৷ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ৷ সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷ শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 22 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.7 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 89 শতাংশ ও সর্বনিম্ন 62 শতাংশ ৷

পড়ুন:রাতে পুদুচেরি উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ফেঞ্জল

ABOUT THE AUTHOR

...view details