পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আপাতত সম্ভাবনা নেই বৃষ্টির, বঙ্গে শীতের দেখা মিলবে কবে ? - WEST BENGAL WEATHER FORECAST

বঙ্গে শীতের দেখা মিলবে কবে ? কী জানালো আলিপুর আবহাওয়া দফতর ?

West Bengal Weather Forecast
বঙ্গে শীতের দেখা মিলবে কবে ? (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2024, 7:39 AM IST

কলকাতা, 4 ডিসেম্বর: বৃষ্টি বিদায় নিলেও শীতের জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে ৷ তবে চলতি সপ্তাহের শেষে পারদ পতনের সম্ভাবনার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে । ফলে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ উত্তর -পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশের পরিস্থিতি তৈরি হয়েছে । সব মিলিয়ে চলতি সপ্তাহে ফের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে । আগামী 48 ঘণ্টায় তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও, দক্ষিণবঙ্গে পরবর্তী তিন দিনে 3 থেকে 4 ডিগ্রি নামতে পারে পারদ ৷

শীত অনুভূত না-হলেও কুয়াশাচ্ছন্ন থাকবে রাজ্যের প্রায় সমস্ত জেলা ৷ বুধবার হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকতে পারে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার কয়েকটি এলাকা ৷ বৃহস্পতিবার মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় ৷ আবহবীদদের মতে, নিম্নচাপ সরে গেলেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে কমবে সর্বনিম্ন তাপমাত্রা । বৃহস্পতিবার থেকে পারদ পতন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ।

উত্তরবঙ্গে ঠান্ডার ছবিটা এক নয় । আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই । কোনও কোনও জেলায় দু-এক ডিগ্রি তাপমাত্রা কমতে পারে ৷ তবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় শুক্রবার ও শনিবার হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে । বাকি জেলাগুলি থাকবে শুষ্ক ।

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চা তাপমাত্রা 27 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রির আশেপাশে থাকবে । ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকলেও, বেলা বাড়ায় তা কেটে যাবে ৷ দিনের আকাশ থাকবে পরিষ্কার ৷ মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.7 ডিগ্রি, স্বাভাবিকের থেকে যা 3.1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 85 শতাংশ ও সর্বনিম্ন 48 শতাংশ ।

পড়ুন:ভারী বৃষ্টিতে ভাসতে পারে কেরল ! লাল সতর্কতা জারি করল মৌসম ভবন

ABOUT THE AUTHOR

...view details