কলকাতা, 4 ডিসেম্বর: বৃষ্টি বিদায় নিলেও শীতের জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে ৷ তবে চলতি সপ্তাহের শেষে পারদ পতনের সম্ভাবনার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে । ফলে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ উত্তর -পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশের পরিস্থিতি তৈরি হয়েছে । সব মিলিয়ে চলতি সপ্তাহে ফের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে । আগামী 48 ঘণ্টায় তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও, দক্ষিণবঙ্গে পরবর্তী তিন দিনে 3 থেকে 4 ডিগ্রি নামতে পারে পারদ ৷
শীত অনুভূত না-হলেও কুয়াশাচ্ছন্ন থাকবে রাজ্যের প্রায় সমস্ত জেলা ৷ বুধবার হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকতে পারে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার কয়েকটি এলাকা ৷ বৃহস্পতিবার মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় ৷ আবহবীদদের মতে, নিম্নচাপ সরে গেলেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে কমবে সর্বনিম্ন তাপমাত্রা । বৃহস্পতিবার থেকে পারদ পতন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ।