পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রবল বর্ষায় বিপর্যস্ত উত্তর, দেরিতে হলেও এবার ভারী বৃষ্টির পূর্বাভাস গাঙ্গেয় বঙ্গে - WEST BENGAL MONSOON UPDATE - WEST BENGAL MONSOON UPDATE

West Bengal Weather Update: ভারী বর্ষার কারণে দুর্যোগ অব্যাহত উত্তরবঙ্গে ৷ গত 24 ঘণ্টায় অতি ভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের উপরের 5টি জেলায় । তবে এবার দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷

West Bengal Weather Update
বঙ্গে বৃষ্টির পূর্বাভাস (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 3, 2024, 7:44 AM IST

কলকাতা, 3 জুলাই: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর দখলে পুরো দেশ । মঙ্গলবার রাজস্থান, হরিয়ানা এবং পঞ্জাবের বাকি অংশে ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু । এর ফলে নির্ধারিত সময় তথা 8 জুলাই থেকে সারাদেশে পৌঁছে গিয়েছিল বর্ষা ।

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, এ বছর নির্ধারিত সময়ের তিন দিন আগে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যাত্রা শুরু করে বর্ষা। বাংলাতেও বর্ষা এসেছিল নির্ধারিত সময়ের 3 দিন আগে ৷ প্রবেশ করেছিল উত্তরবঙ্গে । তবে বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গ ৷ আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বিহার থেকে অসম পর্যন্ত অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা । উত্তরবঙ্গের উপর দিয়ে এই অক্ষরেখা যাওয়ায় সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি । এছাড়া বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে । এর প্রভাবেই মেঘাচ্ছন্ন আকাশ সঙ্গে সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমগ্র বাংলায় ।

উত্তরবঙ্গে বৃষ্টির কারণে দুর্যোগ অব্যাহত। গত 24 ঘণ্টায় অতি ভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় । বিশেষ করে দার্জিলিংয়ের সেবকে বৃষ্টিপাত হয়েছে 290 মিলিমিটার । আলিপুরদুয়ার 210 মিলিমিটার, দার্জিলিং ও গজলডোবাতে হয়েছে 120 মিলিমিটার বৃষ্টিপাত । বুধবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । কোনও কোনও অঞ্চলে প্রবল বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । সেইসঙ্গে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনিবার পর্যন্ত এই ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।

অন্যদিকে, উত্তরবঙ্গের মতো না হলেও দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । গত 24 ঘণ্টায় নদিয়া জেলার দেবগ্রামে 32.1 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস । চলতি সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা এবং বাঁকুড়া জেলাতে । তবে কলকাতা-সহ সংলগ্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

মঙ্গলবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 29.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.2 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 98 শতাংশ এবং সর্বনিম্ন 87 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 32.7 মিলিমিটার । আজ, বুধবার দিনের আকাশ থাকবে মেঘলা । বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 26 ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।

ABOUT THE AUTHOR

...view details