পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ হতে পারে মরশুমের শীতলতম দিন, কত ডিগ্রিতে নামবে পারদ ? - KOLKATA WEATHER FORECAST

দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত ৷ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়তে পারে ৷ উত্তরবঙ্গে ফের বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা ৷

KOLKATA WEATHER FORECAST
কলকাতার আবহাওয়া (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2025, 7:07 AM IST

কলকাতা, 3 জানুয়ারি: আজ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রির নীচেও নামতে পারে। তাহলে, আজই হতে চলেছে মরশুমের শীতলতম দিন। শনিবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার বড় হেরফের হবে না ৷ দু-এক ডিগ্রি তাপমাত্রা বাড়তে বা কমতে পারে। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে আগামী 3 দিনে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গে বাড়তে পারে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত ৷ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যে ঢুকবে 4 জানুয়ারি অর্থাৎ শনিবার। পরপর পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। উত্তর-পশ্চিম ভারতেও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহান্তে ফের বাড়তে পারে তাপমাত্রা।

উত্তরবঙ্গে আগামী সপ্তাহে ফের বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার অর্থাৎ 7 জানুয়ারি। দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সামান্য সম্ভাবনা। আগামী মঙ্গলবার তুষারপাতের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও থাকবে উত্তরবঙ্গে ৷ সোমবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 4 জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা।

ঘন কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গে। রাতে ও সকালের দিকে কুয়াশার কারণে বেশিরভাগ এলাকায় দৃশ্যমানতা 200 মিটারের নীচে নেমে আসতে পারে। কোথাও কোথাও দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসার সম্ভাবনা। আগামী 24 ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনা থাকবে সবথেকে বেশি।

উত্তরবঙ্গে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল দার্জিলিঙে 1.4 ডিগ্রি সেলসিয়াস। কালিম্পং 9 ডিগ্রি সেলসিয়াস এবং মাঝিয়ানে 9.3 ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গে বছরের শুরুতে ফিরেছে শীতের আমেজ। হিমের পরশ বাংলায়। শীতের এই পর্ব চলবে শনিবার পর্যন্ত। তারপর ফের বাড়তে পারে তাপমাত্রা ৷

সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার বদল হতে পারে। শনিবার অথবা রবিবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে সামান্য বাড়তে পারে ৷ এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশি। আজ ঘন কুয়াশা থাকবে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। অন্যান্য জেলাতেও সকালের দিকে বিক্ষিপ্তভাবে খুব অল্প কুয়াশা থাকবে।

বৃহস্পতিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে তাপমাত্রা আরও কিছুটা নেমেছে। দিন ও রাতের তাপমাত্রা উভয়ই স্বাভাবিকের নীচে ছিল। দু'দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রির বেশি নেমে যাওয়ায় জমিয়ে শীতের আমেজ। গতকাল কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 13.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.5 ডিগ্রি নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 95 শতাংশ এবং সর্বনিম্ন 58 শতাংশ।

দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার সবচেয়ে কম তাপমাত্রা ছিল শ্রীনিকেতনে 8.5 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে 9.1 ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ে 9.7 ডিগ্রি সেলসিয়াস এবং বর্ধমানে 9.6 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার তাপমাত্রা ছিল 9.9 ডিগ্রি সেলসিয়াস ও ঝাড়গ্রামে সর্বনিম্ন ছিল 9 ডিগ্রি ।

ABOUT THE AUTHOR

...view details