কলকাতা, 27 জানুয়ারি: মোবাইল-হোয়াটসঅ্যাপে নিষেধাজ্ঞা জারি করা হল রাজ্য পুলিশে ৷ অন ডিউটিতে থাকাকালীন কোনও পুলিশ কর্মী বা আধিকারিক ব্যক্তিগত প্রয়োজনে হোয়াটসঅ্যাপ চেক বা ফোনে কথা বলতে পারবেন না ৷ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের তরফে এই নির্দেশ জারি করা হয়েছে ৷
গত বুধবার পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভা সেরে ফেরার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে একটি গাড়ি ঢুকে পড়ে ৷ তার জেরে মুখ্যমন্ত্রীর গাড়ির চালক ব্রেক কষেন ৷ এর ফলে আহত হন মুখ্যমন্ত্রী ৷ সেই ঘটনায় মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে ৷ তার পরই রাজ্য পুলিশে শীর্ষপর্যায়ের বৈঠক হয় ৷ সেই বৈঠকের পর শুক্রবার ফের রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি ভিডিয়ো কনফারেন্সে রাজীব কুমার এই নির্দেশ জারি করেছেন বলে রাজ্য পুলিশ সূত্রের খবর । এর আগে কলকাতা পুলিশেও অনুরূপ নির্দেশ জারি হয়েছিল ৷ এই নির্দেশ মানতে হবে প্রত্যেকটি কমিশনারেটের কমিশনার ও প্রত্যেকটি জেলার দায়িত্ব থাকা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারদের ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই নির্দেশিকায় স্পষ্টভাবে বলা রয়েছে থানার আইসি থেকে অফিসার ইনচার্জ এবং সাব-ইন্সপেক্টররা ভিআইপি বা ভিভিআইপি মুভমেন্টের সময় অফিসিয়াল কাজে ফোন বা হোয়াটসঅ্যাপে করতে পারবেন । কিন্তু কোনও সাব ইন্সপেক্টর বা কোনও কনস্টেবল থেকে আর্মড পুলিশের কোনও কনস্টেবল পদমর্যাদার পুলিশকর্মী যদি কর্তব্যরত অবস্থায় অপ্রয়োজনীয় ভাবে হোয়াটসঅ্য়াপ বা ফোন চেক করেন, সেই ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার বা কমিশনারেট হলে সেখানকার কমিশনার অফ পুলিশ ।
এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক ডিআইজি পদমর্যাদার রাজ্য পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের এই নয়া নির্দেশিকা যদি পুলিশ কর্মীরা মেনে চলেন, সেই ক্ষেত্রে রাজ্য পুলিশের অনেকটাই উপকার হবে ।’’
আরও পড়ুন:
- রাজ্য পুলিশে 'নবজোয়ার' আনতে উদ্যোগী রাজীব কুমার, জারি একগুচ্ছ নির্দেশিকা
- রাজীব কুমার স্থায়ী ডিজি হলে কী কী পেতে পারে রাজ্য পুলিশ
- কলকাতায় পথ দুর্ঘটনা 50 শতাংশ কমেছে, অনেকটাই পিছিয়ে রয়েছে দিল্লি-মুম্বই