কলকাতা, 10 জানুয়ারি: আরও নামবে কলকাতার তাপমাত্রা ৷ আজ, শুক্রবারের মধ্যে স্বাভাবিকের কাছাকাছি নেমে আসবে পারদ। কলকাতায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে তাপমাত্রা। রবিবার থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে। আজ দিনের আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 22 ডিগ্রি এবং 13 ডিগ্রির আশেপাশে থাকবে ৷
পৌষ সংক্রান্তিতে হালকা বৃষ্টির সম্ভাবনা ৷ দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর । তবে উত্তর ও দক্ষিণবঙ্গের আর কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। গত 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে তিন ডিগ্রি তাপমাত্রা পারদ পতন হয়েছে।
আজ ও আগামিকাল অর্থাৎ শুক্র ও শনিবার ঠান্ডা পরিস্থিতি চলবে ৷ তবে রবিবার থেকে ফের ঠান্ডা কমবে ৷ কারণ পশ্চিমী ঝঞ্ঝা। আজ নতুন করে রাজ্যে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা ৷ তবে শৈত্যপ্রবাহ পরিস্থিতি রয়েছে উত্তর ভারতে ৷ উত্তরপ্রদেশ ও অসম সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত ৷ এছাড়াও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং কেরল উপকূল সংলগ্ন আরব সাগরে রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত। ফলে পৌষ সংক্রান্তির আগে ফের পশ্চিমী ঝঞ্ঝায় আটকাবে উত্তুরে হওয়া।