কলকাতা, 24 ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা ৷ এমনটাই স্পষ্ট করে জানিয়ে দিল জুনিয়র চিকিৎসকদের এই সংগঠন ৷ চিকিৎসা কেবল সেবা নয়, তা হল মানুষের অধিকার ৷ সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে চিকিৎসকদের সভার আগে এই কথা মনে করিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা । আর চিকিৎসার অধিকার পাওয়া জন্য বৈঠকে হাজির না হয়ে বরং এবার পথে নামবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ।
প্রসঙ্গত, আরজি কর ধর্ষণ ও খুন-কাণ্ডের পর কেটে গিয়েছে 6 মাস । তারপর প্রথমবার রাজ্যের চিকিৎসকদের সঙ্গে মুখোমুখি বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার ধনধান্য অডিটোরামে চিকিৎসকদের সঙ্গে তাঁর এই সভা অনুষ্ঠিত হবে। এই সভার মূল কথা হল, চিকিৎসার অপর নাম সেবা । এই সভার আয়োজন করেছে স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেল ।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে এই সভাকে ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন । চিকিৎসক সংগঠনের কথায়, এর আগের নবান্নের সভা ঘরে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের যে সমস্ত আশ্বাস দিয়েছিলেন, তার কোনটাই এখনও পূরণ হয়নি । তাই এই সভাকে ধিক্কার জানাচ্ছেন তাঁরা । তারই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট মনে করছে, এই সভাকে কেন্দ্র করে অভিযোগ নেওয়ার নামে মেডিক্যাল কলেজগুলিতে নতুন করে তৈরি হয়েছে থ্রেট কালচার এবং লবি ।
জুনিয়র চিকিৎসক পুলস্থ আচার্য বলেন, "আমরা আমাদের যে প্রশ্নগুলি এতবার ও এতদিন ধরে সরকারের কাছে জানিয়ে এসেছি এবং যার উত্তরে আমরা শুধু পেয়েছি মিথ্যে আশ্বাস, আর সাধারণ মানুষ পেয়েছে শত্রু হিসেবে ডাক্তার শ্রেণিকে। এর পরিবর্তন আসবে আমাদের হাত ধরেই । এই সভার প্রচারের কাজে কলেজে কলেজে গিয়ে অভিযোগ গ্রহণের নামে মিথ্যা প্রহসন এবং নতুন লবির ধমকানি চমকানি করা হয়েছে ।"