পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইটিভি ভারতের খবরের জের, থ্রেট কালচারে অভিযুক্ত বিরূপাক্ষ-অভীককে সাসপেন্ড স্বাস্থ্যভবনের - Heath Department Suspends Doctors - HEATH DEPARTMENT SUSPENDS DOCTORS

Heath Department Suspends Doctors who Raise Controversy: থ্রেট কালচারে বারবার চিকিৎসক অভীক দে এবং চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের নাম সামনে এসেছে ৷ তাঁদের দু'জনকে সাসপেন্ড করল স্বাস্থ্যভবন ৷

Heath Department Suspends Doctors
দুই ডাক্তারকে সাসপেন্ড করল স্বাস্থ্যভবন (প্রতীকী ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2024, 7:44 PM IST

Updated : Sep 5, 2024, 9:51 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পর এবার তাঁর ঘনিষ্ঠ দুই চিকিৎসক অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকেও সাসপেন্ড করল স্বাস্থ্যভবন ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানায় স্বাস্থ্যভবন ৷ 9 অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার রুমে এই সন্দীপ-ঘনিষ্ঠ দুই চিকিৎসকের উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে ৷

তাঁদের দু'জনের 'দাদাগিরি' নিয়ে বারবার সরব হয়েছে চিকিৎসক সংগঠন ৷ থ্রেট কালচারে অভিযুক্ত অভীক দে-র প্রবেশ নিষিদ্ধ করেছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৷ এই পরিস্থিতিতে বুধবার চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে কাকদ্বীপের সরকারি হাসপাতালে বদলি করা হয় ৷ এদিকে তাঁকে হাসপাতালে ঢুকতে না-দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন কাকদ্বীপ হাসপাতালের চিকিৎসকরা ৷

স্বাস্থ্যভবনের বিবৃতি (ইটিভি ভারত)

অন্যদিকে আরজি কর হাসপাতালের ঘটনায় সুবিচারের দাবিতে যতই জোরালো হয়েছে আন্দোলন, ততই সামনে এসেছে এসএসকেএম-এর পিজিটি অভীক দে'র নাম ৷ এসএসকেএম হাসপাতালে তাঁর ট্রেনি পোস্ট গ্র্যাজুয়েট হওয়া নিয়েও প্রশ্ন তুলেছে চিকিৎসক সংগঠন ৷ জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের চাপে 2 সেপ্টেম্বর অভীক দে'কে সাসপেন্ড করে তৃণমূলের ছাত্র পরিষদ ৷ এমনকী বর্ধমান মেডিক্যাল কলেজে তাঁর প্রবেশেও নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷

আরজি কর হাসপাতালে দুই চিকিৎসক 9 অগস্ট ঘটনাস্থলে কী করছিলেন ? ভাইরাল হওয়া ভিডিয়ো তাঁদের দেখা গিয়েছে ৷ বারবার এই প্রশ্ন করেছে একাধিক চিকিৎসক সংগঠন, আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ৷ এর মধ্যে আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী অভিযোগ করেছিলেন, বিশাল পরিমাণে আর্থিক দুর্নীতিতে যুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ৷ এর সঙ্গে সামনে আসে উত্তরবঙ্গ লবির কথা ৷ সেই উত্তরবঙ্গ লবির অন্যমত দু'জন বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে ৷ এই দুই চিকিৎসক ছাত্রদের হুমকি দিতেন, তোলাবাজি করতেন বলেও অভিযোগ করেছেন জুনিয়র ডাক্তাররা ৷

Last Updated : Sep 5, 2024, 9:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details