পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে ষষ্ঠ অর্থ কমিশন গড়ল রাজ্য সরকার - SIXTH FINANCE COMMISSION

রাজ‍্যের প্রাক্তন মুখ‍্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে মাথায় রেখে ষষ্ঠ অর্থ কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কমিশনে রয়েছেন আরও দুই প্রাক্তন আইএএস অফিসার ৷

Sixth Finance Commission
রাজ্যের ষষ্ঠ অর্থ কমিশন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

কলকাতা, 19 ডিসেম্বর: পঞ্চায়েতগুলির মানোন্নয়ন এবং যথাযথভাবে অর্থ খরচে পরিকল্পনা তৈরির জন্য ষষ্ঠ অর্থ কমিশন গড়ল রাজ্য সরকার । কমিশনের চেয়ারম্যান করা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ৷

পশ্চিমবঙ্গ সরকারের 2011 সালের অর্থ কমিশন আইন অনুসারে এই কমিশন গঠন করা হয়েছে । পঞ্চায়েতগুলির আর্থিক ও পরিকাঠামোগত উন্নয়নে বিভিন্ন কাজে সরকারি অর্থ কী ভাবে ব্যবহৃত হবে, সেই সংক্রান্ত পরিকল্পনা করবে এই কমিশন ৷ পাঁচ সদস্যের কমিশনে প্রাক্তন মুখ্যসচিব ছাড়াও রয়েছেন আরও দু'জন প্রাক্তন আইএএস অফিসার বর্ণালী বিশ্বাস ও অজয় ভট্টাচার্য ৷ কমিশনের অপর দুই সদস্য হলেন প্রাক্তন ডাব্লিউবিসিএস অফিসার আশিসকুমার চক্রবর্তী এবং ব্যাঙ্ক আধিকারিক রুমা মুখোপাধ্যায় ৷

নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, পঞ্চম অর্থ কমিশনের মতোই কাজ করবে এই অর্থ কমিশনও । সাধারণত অর্থ কমিশন রাজ্যের পঞ্চায়েত এবং পুরসভাগুলির আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করে । একই সঙ্গে রাজ্য সরকার যে আয় করে, তার কত অংশ পঞ্চায়েত এবং পুরসভাগুলি পাবে তাও পর্যালোচনা করে থাকে । একই সঙ্গে এই কমিশন দিশা নির্দেশ করে কীভাবে তারা আয় বৃদ্ধি করতে পারে ।

অর্থ দফতর থেকে বুধবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কমিশন 2025 সালের 1 এপ্রিলের মধ্যে মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে । এক্ষেত্রে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার জন্য কমিশনকে 6 মাস সময় দেয়া হয়েছে । তবে কমিশনের মেয়াদ থাকছে 2 বছর ।

প্রসঙ্গত 2022 সালের মে মাসে অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে পঞ্চম অর্থ কমিশন গঠন হয়েছিল । 2023 সালের ফেব্রুয়ারি মাসে এই কমিশন রিপোর্ট জমা দিয়েছিল । সেক্ষেত্রে ত্রিস্তরীয় পঞ্চায়েতের আর্থিক ক্ষেত্রে স্বচ্ছতা আনতে একাধিক সুপারিশও করেছিল পঞ্চম অর্থ কমিশন । তার আগে 2013 সালে চতুর্থ অর্থ কমিশন গঠন করেছিল রাজ্য সরকার । যার নেতৃত্বেও ছিলেন অভিরূপ সরকার । 2016 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে রিপোর্ট দিয়েছিল ।

ABOUT THE AUTHOR

...view details