কলকাতা, 13 মে: রেশন দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে তাদের তদন্ত রিপোর্ট জমা দিল রাজ্য । এর পালটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের বক্তব্য জানাতে চায়। একই সঙ্গে রেশন দুর্নীতির সমস্ত মামলার তদন্তভার ইডিকেই দেওয়া হোক, সেই আরজি জানিয়েছে ইডি ।
রাজ্যে রেশন দুর্নীতিতে এখনও পর্যন্ত 87টি অভিযোগ দায়ের হয়েছে । রিপোর্ট দিয়ে হাইকোর্টে এ দিন জানিয়েছে রাজ্য । তার মধ্যে 65টি মামলায় ইতিমধ্যে চার্জশিট দেওয়া হয়ে গিয়েছে । দু’টি মামলায় ত্রুটি আছে । বাকি 20টি মামলার তদন্ত চলছে বলে ওই রিপোর্টে জানিয়েছে রাজ্য ।
রাজ্যের এই রিপোর্ট নিয়ে নিজেদের বক্তব্য জানাতে চায় ইডি । কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত 17 জুন ইডিকে ওই রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন । এছাড়া হাইকোর্ট জানিয়েছে, রাজ্যের হাতে থাকা অন্তত 6টি মামলার তদন্ত স্থগিত থাকবে 24 জুন পর্যন্ত । গাইঘাটা থানার একটি মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যের সব রেশন দুর্নীতির মামলা ইডিকে তদন্তের দায়িত্ব দেওয়ার আবেদন জানানো হয়েছে ওই সংস্থার তরফে ।
এর আগে রাজ্যের হাতে থাকা মামলাগুলোর কী পরিস্থিতি বারবার জানতে চাইলেও, রাজ্য আদালতের কাছে সময় চেয়েছে । অবশেষে আজ রাজ্যের তরফে রিপোর্ট দিয়ে জানানো হয়েছে মামলাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে ।
উল্লেখ্য, রেশন দুর্নীতি সংক্রান্ত মামলায় তদন্তের জন্য রাজ্য পুলিশ 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত মোট 6টি এফআইআর দায়ের করেছিল । কিন্তু সেই এফআইআরের ভিত্তিতে রাজ্য পুলিশ তেমন ভাবে তদন্ত কিছুই করেনি বলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি । সেই মামলার শুনানিতেই বিচারপতি তদন্তে স্থগিতাদেশের নির্দেশ দেন ।
ইডির বক্তব্য ছিল, রাজ্যের শাসক দলের একাধিক প্রভাবশালী নেতা-মন্ত্রী এই ঘটনায় যুক্ত । ইডির হাতে প্রাক্তন খাদ্যমন্ত্রী-সহ একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছে । গত বছর 11 ডিসেম্বর চিঠি লিখে পুলিশের কাছে কোন মামলার কী অবস্থা, সেটা জানতে চাওয়া হয় । কিন্তু কোনও সদুত্তর পাওয়া যায়নি । ইডি চায় নতুন করে সমস্ত মামলার তদন্তভার ইডিকে দেওয়া হোক ।
আরও পড়ুন:
- রেশন দুর্নীতি মামলায় রাজ্য পুলিশের তদন্তে স্থগিতাদেশ বহাল রাখল হাইকোর্ট
- শারীরিক অবস্থার অবনতি, আদালতে জামিনের আবেদন জ্যোতিপ্রিয়র আইনজীবীর
- শংকরকে দিয়ে জবরদস্তি একাধিক নথিতে সইয়ের অভিযোগ, 20 ফেব্রুয়ারি জবাব ইডির