পশ্চিমবঙ্গ

west bengal

শুক্রে 42 চিকিৎসকের বদলির নির্দেশ ! শনিতে বাতিল মুখ্যমন্ত্রীর নির্দেশে - Doctors Transfer Scrapped

By ETV Bharat Bangla Team

Published : Aug 17, 2024, 8:38 PM IST

Updated : Aug 17, 2024, 9:48 PM IST

Transfer Order of 42 Doctors Scrapped: আরজি কর হাসপাতালে চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, হাসপাতালে ভাঙচুরের মাঝেই 42 জন চিকিৎসকের বদলির নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দফতর ৷ সরকারের এই নির্দেশ ঘিরে আরও উত্তপ্ত হয়ে ওঠে পড়ুয়াদের আন্দোলন ৷ শেষে সেই বদলি বাতিল করল রাজ্য সরকার ৷

Nabanna Scraps Transfer Order
চিকিৎসকদের বদলির নির্দেশ বাতিল করল নবান্ন (ফাইল ছবি)

কলকাতা, 17 অগস্ট: চিকিৎসকদের বদলি বাতিল করল রাজ্য সরকার ৷ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুতে প্রতিবাদে আন্দোলন চলছে রাজ্যে, দেশজুড়ে ৷ এই প্রতিবাদে সামিল হয়েছিলেন 42 জন চিকিৎসক ৷ শুক্রবার রাতে তাঁদের বদলির নির্দেশ দিয়েছিল সরকার ৷ শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম সেই নির্দেশ প্রত্যাহারের কথা জানালেন ৷

নবান্নে সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যসচিব (ইটিভি ভারত)

এই 42 জন চিকিৎসকের বদলির নির্দেশ নিয়ে শনির সকাল থেকেই রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে ৷ চিকিৎসকদের একাংশের মধ্যে এই বিজ্ঞপ্তি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল ৷ আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকরাও এর বিরোধিতা করে ৷ বিরোধী বিজেপি রাজ্য সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয় ৷ এরপর পূর্বে প্রকাশিত সেই বিজ্ঞপ্তি ফিরিয়ে নিল রাজ্য সরকার ৷ এদিন সাংবাদিক বৈঠক করে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়ে দেন, আপাতত এই বদলি বাতিল রাখা হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আপাতত চিকিৎসকদের বদলি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

কী বললেন স্বাস্থ্যসচিব ?

নারায়ণ স্বরূপ নিগম বলেন, "আজ বিভিন্ন সংবাদমাধ্যমে 42 জন চিকিৎসকের বদলি নিয়ে খবর বেরিয়েছে ৷ আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল এডুকেশন সার্ভিসে 6 হাজার চিকিৎসক রয়েছেন ৷ তাঁদের নিয়মিত বদলি ও পদোন্নতির কাজ চলে ৷ এটা পুরোপুরি রুটিন বদলির ব্যাপার ৷ এই বদলির প্রক্রিয়া দু'মাস আগে থেকেই চালু হয়েছে 9 অগস্ট তারিখের আগে ৷ কিন্তু এই ট্রান্সফার অনুমোদিত হওয়ারর পরেও কিছু তথ্য সংক্রান্ত কাজকর্ম থাকে, সেগুলি শেষ করতে সময় লাগে ৷ ফলে অর্ডার বের করতে দেরি হয় ৷ কিন্তু আমরা এই বদলিটা এখন পুরোপুরি বাতিল করে দিলাম, যাতে এই মুহূর্তে চিকিৎসা পরিষেবা ব্যাহত না হয় ৷ এটা নিয়ে কোনও বিতর্ক সৃষ্টি করা উচিত নয় ৷ এর সঙ্গে অন্য কোনও বিষয় জড়ানো উচিত নয় ৷

বদলির কথা মুখ্যমন্ত্রী জানতেন না, সূত্রের দাবি

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বদলি সম্পর্কে অবহিত ছিলেন না ৷ তাঁর নজরে বিষয়টি আসতেই তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এই বদলির সিদ্ধান্ত বাতিল করে দেন ৷ এই 42 জন চিকিৎসকের মধ্যে কলকাতার বিভিন্ন হাসপাতালের 11 জন অধ্যাপক চিকিৎসক ছিলেন ৷ তাঁদের দূরবর্তী জেলায় বদলি করা হচ্ছিল ৷ অন্যদিকে 31 জন দূরবর্তী জেলা থেকে শিক্ষক অধ্যাপকদের কলকাতা বা তার কাছাকাছি জেলায় নিয়ে আসা হচ্ছিল ৷

প্রতিহিংসামূলক বদলি

গতকাল রাতে এই বদলির বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পর থেকে চিকিৎসকদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয় ৷ 42 জনের বদলির এই সিদ্ধান্ত নিয়ে এদিন দিনভর ব্যাপক শোরগোল হয় ৷ জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতিতে চলে গিয়েছিলেন সেক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থাকে সামাল দিতে সিনিয়র চিকিৎসকেরাই ছিলেন ভরসা ৷ সেই জায়গায় এই বদলি হলে চিকিৎসা ব্যবস্থাতেও তার প্রভাব পড়ত ৷

এক্ষেত্রে আন্দোলনরত চিকিৎসকেরা বা জুনিয়র ডাক্তারেরা বলেন, অনেক অধ্যাপক তাঁদের আন্দোলনকে সমর্থন করছেন বলেই হয়তো তাঁদের প্রতিহিংসামূলক বদলি করা হয়েছে ৷ এদিন কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তাররা কলেজ কাউন্সিলের সদস্যদের ঘেরাও করেন ৷ এই কারণে তাঁদের হাসপাতাল থেকে চারজন চিকিৎসক অধ্যাপককে বদলি করা হয়েছে ৷ যাঁরা তাঁদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছিলেন ৷ তাঁদেরও অভিযোগ ছিল এই বদলি আদতে প্রতিহিংসামূলক ৷

Last Updated : Aug 17, 2024, 9:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details