কলকাতা, 17 জানুয়ারি: নতুন বছরের শুরুতেই 'দুয়ারে সরকার' শিবিরের দিনক্ষণ ঘোষণা করে দিল রাজ্য সরকার । বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফ থেকে দুয়ারে সরকার ক্যাম্পের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে । এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ । বিজ্ঞপ্তি অনুসারে, 24 জানুয়ারি থেকে শুরু হওয়া দুয়ারে সরকারের শিবির চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত । রবিবার বা সরকারি ছুটির দিন বন্ধ থাকবে এই শিবির ৷
এ নিয়ে নবম বার হতে চলেছে দুয়ারে সরকার শিবির ৷ এই শিবিরে রাজ্য সরকারের সব প্রকল্পের জন্য আবেদন জানাতে পারেন সাধারণ মানুষ । স্বাস্থ্যসাথী, তফসিলি জাতি ও উপজাতি শংসাপত্র, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্যভাতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে আধার কার্ড সংক্রান্ত সমস্যাও ওই শিবিরে জানানো যাবে । দুয়ারে সরকার শিবিরে যে সব আবেদন জমা পড়বে, তা 28 ফেব্রুয়ারির মধ্যে স্ক্রুটিনি শেষ হবে ৷