পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নতুন বছরে 'দুয়ারে সরকার' শিবিরের নির্ঘণ্ট ঘোষণা করল রাজ্য সরকার - DUARE SARKAR 2025

নতুন বছরে দুয়ারে সরকার শিবিরের দিনক্ষণ ঘোষণা করল রাজ্য সরকার ৷ জেনে নিন, এই শিবির কবে থেকে শুরু হবে এবং তক

Duare Sarkar 2025
নতুন বছরে দুয়ারে সরকার ক্যাম্প (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2025, 7:33 AM IST

কলকাতা, 17 জানুয়ারি: নতুন বছরের শুরুতেই 'দুয়ারে সরকার' শিবিরের দিনক্ষণ ঘোষণা করে দিল রাজ্য সরকার । বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফ থেকে দুয়ারে সরকার ক্যাম্পের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে । এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ । বিজ্ঞপ্তি অনুসারে, 24 জানুয়ারি থেকে শুরু হওয়া দুয়ারে সরকারের শিবির চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত । রবিবার বা সরকারি ছুটির দিন বন্ধ থাকবে এই শিবির ৷

এ নিয়ে নবম বার হতে চলেছে দুয়ারে সরকার শিবির ৷ এই শিবিরে রাজ্য সরকারের সব প্রকল্পের জন্য আবেদন জানাতে পারেন সাধারণ মানুষ । স্বাস্থ্যসাথী, তফসিলি জাতি ও উপজাতি শংসাপত্র, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্যভাতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে আধার কার্ড সংক্রান্ত সমস্যাও ওই শিবিরে জানানো যাবে । দুয়ারে সরকার শিবিরে যে সব আবেদন জমা পড়বে, তা 28 ফেব্রুয়ারির মধ্যে স্ক্রুটিনি শেষ হবে ৷

2020 সালে '‌দুয়ারে সরকার'‌ প্রকল্প শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । দফায় দফায় ক্যাম্প হয় । সেখান থেকে বিপুল পরিমাণ মানুষ নানা প্রকল্পে যুক্ত হন । আর যেটুকু বাকি আছে, তা এবার হয়ে যাবে বলে মনে করছেন সরকারি আধিকারিকরা ৷ রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকার মানুষজন যাতে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত না-হন, তার জন্য মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, এবার 'দুয়ারে সরকার' প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হবে গ্রামাঞ্চলগুলিতে । বিশেষত দুর্গম এলাকায় । সেই মতো নতুন বছরের প্রথমে ঘোষণা করা হল 'দুয়ারে সরকার' প্রকল্পের দিনক্ষণ ।

এখনও পর্যন্ত রাজ্যে মোট আটবার দুয়ারে সরকার ক্যাম্প করা হয়েছে । সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে ওই কর্মসূচি । 8.82 কোটি মানুষ ইতিমধ্যেই 'দুয়ারে সরকার' শিবিরের মাধ্যমে উপকৃত হয়েছেন বলে সরকারি সুত্রে জানা গিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details