কলকাতা, 23 অগস্ট: সুপ্রিম কোর্টের অনুরোধের পরেও নিজেদের সিদ্ধান্ত অটল আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা ৷ ফলে জারি থাকল আরজি কর-সহ রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি ৷ শীর্ষ আদালতের অনুরোধ সত্ত্বেও কর্মবিরতি চালাবেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের কথায়, আমাদের প্রধান দাবি ছিল বিচার ৷ সেই বিচার আমরা এখনও পাইনি। তার সঙ্গে ধরে নেওয়া হচ্ছে, এই ঘটনায় একের অধিক জড়িত। কিন্তু, এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন মাত্র এক জন ৷ ফলে দোষীরা এখনও খোলা রাস্তায় ঘুরছে ৷ তাই, আমরা কাজে যোগ দিলে আমাদের নিরাপত্তা কথায় থাকছে ?
বৃহস্পতিবাার আরজি কর মামলার শুনানির সময় দেশজুড়ে আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করে সুপ্রিম কোর্ট ৷ এই পরই দিল্লি এইমস-সহ দেশের অনান্য হাসাপাতালের চিকিৎসকরা কাজে ফেরার কথা জানিয়েছেন ৷ শীর্ষ আদালতের আশ্বাসের পর বৃহস্পতিবার থেকে কর্মবিরতি তুলে নেওয়ার কথা জানিয়েছে দিল্লি এইমস ৷ সেখানকার চিকিৎসক পড়ুয়ারা 11 দিন ধরে আরজি করের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছিলেন। শীর্ষ আদালতের আশ্বাসে ভরসা রেখে বৃহস্পতিবারই কর্মবিিরতি তুলে নেওয়ার কথা জানিয়ে দেন তাঁরা ৷ কিন্তু, আরজি কর-সহ বাংলার অনান্য হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা তাঁদের আন্দোলন থেকে সরে আসছেন না ৷ তাঁদের কর্মবিরতি চালিয়ে যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে ৷ তবে, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চললেও রাজ্যের সিনিয়র চিকিৎসকরা আগের মতোই পরিষেবা দিয়ে যাবেন ৷