কলকাতা, 10 ডিসেম্বর: অভয়া ডব্লুবিডিএফ স্কলারশিপ দেবে চিকিৎসক সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম । ঘোষণা করল এই সংগঠন । সোমবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম তরফে এই ঘোষণা করা হয় । সেখানে উপস্থিত ছিলেন অর্জুন দাশগুপ্ত, পূণ্যব্রত গুণ, কৌশিক চাকি, সঞ্জয় হুম চৌধুরী, রাজীব পাণ্ডে ।
সোমবার ছিল 9 ডিসেম্বর৷ ঠিক চারমাস আগে 9 অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে ৷ সেই কারণেই সোমবার চিকিৎসকদের ওই সংগঠনের তরফে সাংবাদিক বৈঠক করা হয় ৷ সেখানে সংগঠনের সদস্যরা জানান, অভয়ার সুবিচার পাওয়ার আশা সুদৃঢ় করা হবে বলে মনে হচ্ছে । এই ঘটনা প্রাতিষ্ঠানিক অপরাধ । সরকার পছন্দের লোকজনকে রক্ষা করতে আগ্রহী । সুবিচারের দাবিতে লড়াই জারি থাকবে ।
এর পরেই তাঁরা জানান, অভয়ার বাবা-মায়ের অনুমতি নিয়ে অভয়া ডব্লুবিডিএফ স্কলারশিপ দেওয়া হবে 10 জনকে । পাঁচজন নতুন এমবিবিএস পড়তে শুরু করেছেন এখন । পাঁচজন নতুন মাধ্যমিক উত্তীর্ণ । এই টাকা বার্ষিক ভাবে প্রদান করা হবে । অর্থ সামাজিক পরিস্থিতি দেখে বিবেচনা করা হবে ।