কলকাতা, 21 জুলাই: চাইলেই বিধানসভায় গাড়ির কালো কাঁচ তুলে প্রবেশ করা যাবে না । বিধানসভায় প্রবেশের সময় গাড়িতে কালো কাঁচ থাকলে, তা নামিয়ে ভেতরে কে বা কারা আছেন, তাঁদের বিধানসভায় প্রবেশের জন্য বৈধ অনুমতি আছে কি না, তা পরীক্ষা করেই বিধানসভায় প্রবেশ করতে দেওয়া হবে । আসন্ন বিধানসভার অধিবেশনের আগে এই সিদ্ধান্তই নিতে চলেছে রাজ্য বিধানসভা ।
শুক্রবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিভিন্ন সময় বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে দেখা যায় বিধায়ক বা অন্যান্য নেতা-নেত্রীরা কালো কাঁচ তুলে নিরাপত্তার বিষয়টি এড়িয়ে বিধানসভায় ঢুকে যান । কিন্তু বিধানসভার নিরাপত্তার কথা ভেবেই এমনটা চলতে দেওয়া যেতে পারে না । যেকোনও সময় যেকোনও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে । সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । শাসক হোন বা বিরোধী, বিধানসভার প্রবেশের আগে কাঁচ নামিয়ে গাড়ির ঠিকমতো চেক করিয়ে তবেই ভিতরে ঢুকতে হবে এখন । নিরাপত্তা নিয়ে কোনও আপস করা হবে না ।