পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বঙ্গ থেকে বিদায় নিল বর্ষা, কার্নিভালে কেমন থাকবে আবহাওয়া - WEATHER UPDATE

15 অক্টোবর রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল ৷ ওই দিন কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷

Weather update
বঙ্গ থেকে বিদায় নিল বর্ষা (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2024, 5:44 PM IST

কলকাতা, 13 অক্টোবর: উমার কৈলাসে গমনের সঙ্গেই বঙ্গ থেকে পাকাপাকিভাবে বিদায় নিল বর্ষা । 15 অক্টোবর মঙ্গলবার দুর্গাপুজোর কার্নিভালের দিন কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় ৷

আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই জায়গা থেকেই বিদায় নিয়েছে । ফলে এরই সঙ্গে বঙ্গ থেকে বর্ষা বিদায় নিল । নতুন সপ্তাহে বর্ষার বিদায় ঘণ্টা বাজার কথা আগেই বলা হয়েছিল । রবিবারই সেই পূর্বাভাসে সিলমোহর পড়ল ৷

আবহাওয়াবিদের বক্তব্য (ইটিভি ভারত)

আগামী চার-পাঁচদিন বঙ্গে কোনও ঝড় বৃষ্টি সংক্রান্ত সতর্কতা নেই । তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তা হবে বিক্ষিপ্তভাবে এবং স্থানীয় মেঘের কারণে । আগেই দেশের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিতে শুরু করেছিল । বিহার ও ঝাড়খণ্ডে ইতিমধ্যে বর্ষা বিদায় নিয়েছে । রবিবার বাংলা, ওড়িশা ও সিকিম থেকে বর্ষা বিদায় নিল ৷ এর ফলে দেশ থেকে বর্ষার বিদায় সম্পূর্ণ হল বলা যায় ।

প্রসঙ্গত, আলিপুর আবহাওয়া দফতরের ক্যালেন্ডার অনুযায়ী বঙ্গ থেকে বর্ষা বিদায় নেয় 10 থেকে 12 অক্টোবরের মধ্যে । এই বছর বর্ষার বিদায় বিলম্বিত হওয়ার শঙ্কা ছিল । কিন্তু সেই বিলম্ব দীর্ঘায়িত হওয়ার বদলে বর্ষা তার নির্ধারিত সময়েই বিদায় নিল । আজ রবিবার দুই 24 পরগনা এবং দুই মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের আর কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই । উত্তরবঙ্গের আট জেলাতেই আজ দশমীতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 94 শতাংশ, সর্বনিম্ন 62 শতাংশ । দিনের আকাশ আংশিক মেঘলা । হালকা বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু অঞ্চলে রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details