কলকাতা, 7 ফেব্রুয়ারি: কয়েকদিনের 'উষ্ণ শীত'-এর স্পেল সরিয়ে ফের নিজস্ব ছন্দে আসতে চলেছে ঠান্ডা। শিরশিরে ঠান্ডার আমেজ ছড়িয়ে শীতের বিদায় পর্বের শুরু আজ থেকে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, রবিবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পতন হবে। শীতের আমেজ বেশ ভালোভাবে অনুভূত হবে।
শুক্রবার থেকে ক্রমশ নামবে পারদ। আগামিকাল অর্থাৎ শনিবারে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই নেমে যেতে পারে। আজ থেকে রবিবারের মধ্যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে। কলকাতাতে আপাতত শুষ্ক আবহাওয়া। সকালের দিকে কোথাও কোথাও মাঝারি কুয়াশা। মেলাতে পরিষ্কার আকাশ। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শনিবারের মধ্যে ফের তাপমাত্রা কমে যেতে পারে অনেকটাই। নতুন করে 16 ডিগ্রি থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা চলে যেতে পারে।
কলকাতার আবহাওয়া (নিজস্ব চিত্র) আজ শুক্রবার দিনের আকাশ মূলত পরিষ্কার। কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি এবং 19 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ আগামী পাঁচ দিন আবহাওয়া শুষ্ক থাকবে। ঘনকুয়াশা থাকবে বেশ কিছু জেলায়। ভোরের দিকে ঘন কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের 8 জেলাতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে।
উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদীয়া জেলার বেশ কিছু অংশে ঘন কুয়াশার সতর্কতা। দৃশ্যমানতা 200 থেকে 50 মিটারের মধ্যে নেমে যাওয়ার সম্ভাবনা। বাকি জেলাতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গে ঘন কুয়াশা তিন জেলায় ৷ উত্তর দিনাজপুর, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে ঘন কুয়াশার সর্তকতা ৷ দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসতে পারে ৷ বাকি জেলাতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।
কুয়াশা ঘেরা সকাল (নিজস্ব চিত্র) বৃহস্পতিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 5.3 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 90 শতাংশ সর্বনিম্ন 42 শতাংশ।