পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, ভিজবে পাহাড়ও - WB Weather Update

Bengal weather update 12 Augsat 2024: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। আকাশ সাধারণত মেঘলা থাকবে ৷ তবে রাজ্যের অন্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

Bengal weather update
উত্তর থেকে দক্ষিণ, রাজ্যে বৃষ্টির সম্ভাবনা (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 12, 2024, 7:35 AM IST

Updated : Aug 12, 2024, 7:58 AM IST

কলকাতা, 12 অগস্ট:রাজ্যের উপকুলে ফের দানা বাঁধছে ঘূর্ণাবর্ত। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ৷ এর প্রভাবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের ৷ গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলেছে। তবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে ৷

সোমবার কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে ৷ সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না-হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে ৷ তবে কলকাতায় আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

কলকাতায় না-হলেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সোমবার বেশি বৃষ্টির সম্ভাবনা আছে ৷ এর মধ্যে রয়েছে যেমন উত্তর ও দক্ষিণ 24 পরগনা ৷ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ আগামিকাল আর্থাৎ মঙ্গলবারও সব জেলাত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 14 পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও নদীয়া জেলাতে ৷ বুধবার সব জেলাতেই সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। ৷ নীচের দিকের জেলা মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷

কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন 80 শতাংশ ৷ সর্বোচ্চ 94 শতাংশ।

Last Updated : Aug 12, 2024, 7:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details