পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ কলকাতায় মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা, বঙ্গে কবে থেকে জাঁকিয়ে শীত ? - WEST BENGAL WEATHER UPDATE

বঙ্গে শীতের আগমন এখনও দোলাচলে ৷ শীত এখনও জাঁকিয়ে না-পড়লেও মরশুমে প্রথমবার তাপমাত্র 18 ডিগ্রির ঘরে ঢুকল ৷

WEST BENGAL WEATHER UPDATE
বঙ্গে কবে শীতের প্রবেশ ? (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2024, 6:57 AM IST

কলকাতা, 18 নভেম্বর: অগ্রহায়ণের শুরুতে উত্তর দিক থেকে আসা বাতাস গতি বাড়াতেই সর্বনিম্ন তাপমাত্রার পারদ পতন। হিমেল হাওয়া মিলছিল আগেই। এবার তা ভালোভাবে মালুম হচ্ছে। বেশ ঠান্ডার অনুভূতি বঙ্গজুড়ে। আজ, সোমবার মরশুমের প্রথমবার প্রথমবার তাপমাত্র 18 ডিগ্রির ঘরে ঢুকল ৷ এদিন সকাল 6টায় কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.8 ডিগ্রি ৷ স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি কম ৷ কিন্তু বাংলায় কবে জাঁকিয়ে শীত পড়বে, তা জানিয়ে দিল হাওয়া অফিস ৷

হাওয়া অফিস বলছে, রাতের তাপমাত্রা আরও 2 ডিগ্রি নামতে পারে আগামী কয়েকদিনের মধ্যে। তবে এই পতনে রাশ পড়বে। নতুন সপ্তাহের মাঝামাঝি সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ফের মাথাচাড়া দেবে। তবে হিমের আমেজে বিশেষ বদল আসবে না অর্থাৎ অগ্রহায়ণে হেমন্ত তার উপস্থিতি বেশ ভালোভাবে জানান দেবে। আজ সোমবার দিনের আকাশ পরিষ্কার থাকবে।

আবহবিদরা বলছেন, উত্তর-পশ্চিম ভারতের ওপর দিয়ে তীব্র ঠান্ডা হাওয়ার স্রোত বইছে। ফলে সেখানে তাপমাত্রা নেমেছে। তার প্রভাবে বঙ্গেও পারদ পতন। তাঁদের আরও সংযোজন, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে স্বাভাবিকের নীচে। কলকাতায় 20 ডিগ্রির নীচে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে। জেলা ও শহরগুলিতে ঠান্ডার ভালোরকম কামড় মিলছে। রীতিমতো গায়ে গরম জামা-কাপড় দিতে হচ্ছে রাতের দিকে। ভোরের কুয়াশা যথেষ্ট। দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের পারদ পতন বেশি।

দার্জিলিংয়ে 10 ডিগ্রির নীচে সর্বনিম্ন তাপমাত্রা। পারদ পতনের এই পারফরম্যান্স দেখে দুয়ারে শীত ভাবার কারণ নেই। কারণ চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য মাথাচাড়া দেওয়ার পরে থিতু হবে। তাই বঙ্গে শীত বিশেষ করে কলকাতা ও তার আশপাশের অঞ্চলে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে অনুভূত হবে । যা সাধারণত অন্যবছর গুলিতে হয়ে থাকে।

রবিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রির পূর্বাভাস ছিল। কিন্তু তা হয়নি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রির নীচে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 93 শতাংশ ও সর্বনিম্ন 38 শতাংশ।

ABOUT THE AUTHOR

...view details