কলকাতা, 6 অগস্ট: উত্তর-পূর্ব রাজস্থান এবং উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশের উপরে একটি নিম্নচাপ অবস্থান ছিল ৷ এই নিম্নচাপটি উত্তর রাজস্থানের উপর দিয়ে সরে যাচ্ছে ৷ পরবর্তী 12 ঘণ্টায় সেটি দূর্বল হয়ে নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হবে ৷ তার জেরেই দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
মৌসুমী অক্ষরেখা সমুদ্রপৃষ্ঠের উপর রয়েছে ৷ এই মৌসুমী অক্ষরেখাটি পুরুলিয়া, দীঘা হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে ৷ যে গভীর নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল, সেটা বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে। এমনটাই জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিস সূত্রে ৷
আজ কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে দিনের আকাশ মেঘলা থাকবে ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টিুপাতের সম্ভাবনা আছে কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে ৷ সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে ৷ ধীরে ধীরে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ ৷ আজ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মঙ্গল ও বুধবার পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বাড়বে।
উত্তরবঙ্গে ফের দুর্যোগ শুরু ৷ উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী 5 দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। দু-একটি জায়গায় আজও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দার্জিলিঙে নদীর জলস্তর বাড়বে ৷ নীচু এলাকা প্লাবিত হতে পারে।
সোমবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 96 শতাংশ এবং সর্বনিম্ন 79 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে 9.8 মিলিমিটার।