কলকাতা, 23 এপ্রিল: ফের তাপপ্রবাহের শঙ্কা! আবারও সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামিকাল বুধবার থেকে ফের দহন জ্বালায় জ্বলতে হবে দক্ষিণবঙ্গকে। আগামিকাল দক্ষিণবঙ্গে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে । 23 থেকে 27 তারিখ তীব্র তাপপ্রবাহের সর্তকতা থাকছে দক্ষিণবঙ্গে একাধিক জেলায়। তাপপ্রবাহের সর্তকতা থাকছে উত্তরবঙ্গের তিন জেলাতেও। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।
আগামী সাতদিনের আবহাওয়ার যে পূর্বাভাস হাওয়া অফিস জারি করেছে ৷ তাতে বলা হয়েছে, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া ঘণ্টায় 30- 40 কিলোমিটার বেগে বইতে পারে দুই মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের তিন জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে । বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানেও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে ।
- আগামিকাল বুধবার তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়াতে।
- তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং মালদায়।
- আগামী বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে। তীব্র তাপপ্রবাহ বাড়তে পারে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, দুই বর্ধমান বাঁকুড়া, বীরভূম ও ঝাড়গ্রাম হুগলিতে।
- শুক্রবার বজ্রবিদ্যুৎসহ-ঝড় বৃষ্টি দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দুই মেদিনীপুর, দুই 24 পরগনা দুই বর্ধমান বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম হুগলির কয়েকটি জায়গায়।
- শনিবার তীব্র তাপপ্রবাহের পরিস্থিতির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, দুই বর্ধমান, হুগলি, বাঁকুড়া, বীরভূম ও ঝাড়গ্রামে।
- বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের পার্বত্য এলাকাতেও । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি মূলত পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মেঘ কাটলে তাপমাত্রা এখানেও বাড়বে পূর্বাভাস হাওয়া অফিসের।