পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের সপ্তাহজুড়ে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস, পারদ চড়বে আরও 2-3 ডিগ্রি - Heatwave in West Bengal - HEATWAVE IN WEST BENGAL

WB Weather Update: আগামিকাল থেকে তীব্র দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গ। গতকাল ও আজ আংশিক মেঘলা থাকার জন্য তাপমাত্রা যতটা কমেছিল, কাল থেকে মেঘ কাটলে তাপমাত্রা ততটাই বাড়বে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে পারদ চড়বে আরও 2 থেকে 3 ডিগ্রি ৷ শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে ৷

WB Weather Update
ফের সপ্তাহজুড়ে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস

By ETV Bharat Bangla Team

Published : Apr 23, 2024, 8:51 PM IST

ফের সপ্তাহজুড়ে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস

কলকাতা, 23 এপ্রিল: ফের তাপপ্রবাহের শঙ্কা! আবারও সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামিকাল বুধবার থেকে ফের দহন জ্বালায় জ্বলতে হবে দক্ষিণবঙ্গকে। আগামিকাল দক্ষিণবঙ্গে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে । 23 থেকে 27 তারিখ তীব্র তাপপ্রবাহের সর্তকতা থাকছে দক্ষিণবঙ্গে একাধিক জেলায়। তাপপ্রবাহের সর্তকতা থাকছে উত্তরবঙ্গের তিন জেলাতেও। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।

আগামী সাতদিনের আবহাওয়ার যে পূর্বাভাস হাওয়া অফিস জারি করেছে ৷ তাতে বলা হয়েছে, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া ঘণ্টায় 30- 40 কিলোমিটার বেগে বইতে পারে দুই মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের তিন জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে । বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানেও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে ।

  • আগামিকাল বুধবার তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়াতে।
  • তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং মালদায়।
  • আগামী বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে। তীব্র তাপপ্রবাহ বাড়তে পারে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, দুই বর্ধমান বাঁকুড়া, বীরভূম ও ঝাড়গ্রাম হুগলিতে।
  • শুক্রবার বজ্রবিদ্যুৎসহ-ঝড় বৃষ্টি দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দুই মেদিনীপুর, দুই 24 পরগনা দুই বর্ধমান বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম হুগলির কয়েকটি জায়গায়।
  • শনিবার তীব্র তাপপ্রবাহের পরিস্থিতির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, দুই বর্ধমান, হুগলি, বাঁকুড়া, বীরভূম ও ঝাড়গ্রামে।
  • বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের পার্বত্য এলাকাতেও । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি মূলত পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মেঘ কাটলে তাপমাত্রা এখানেও বাড়বে পূর্বাভাস হাওয়া অফিসের।

রাজ্যবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। প্রয়োজন ছাড়া দুপুরে বেরতে বারণ করেছে। পাশাপাশি, প্রচুর জল খাওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন:

  1. তাপপ্রবাহ থেকে বাঁচতে নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের
  2. সৈকত শহর দিঘায় তীব্র তাপপ্রবাহ, দক্ষিণে গরম কিছুটা কমলেও ফের ঊর্ধ্বমুখী হওয়ার আভাস
  3. রাজ্যজুড়ে তাপপ্রবাহ! মুখ্যমন্ত্রীর সভা থেকে ফেরার পথে সানস্ট্রোকে মৃত্যু তৃণমূল কর্মীর

ABOUT THE AUTHOR

...view details