কলকাতা, 19 মার্চ:সকাল থেকে আকাশের মুখ গোমড়া। বিক্ষিপ্তভাবে জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে । কখনও কখনও দমকা হাওয়া বইছে । আজ, মঙ্গলবারও বৃষ্টিপাত অব্যাহত থাকবে ৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে এইরকম আবহাওয়া চলবে । আজ 19 মার্চ দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
আবহাওয়া দফতরের আগেই পূর্বাভাস দিয়েছিল চৈত্রের শুরুতেই কালবৈশাখী আসতে পারে ৷ সেই মতোই হুগলি, হাওড়া, দুই বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বীরভূমে কালবৈশাখীর সম্ভাবান আছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্য়ুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ৷ আপাতত উত্তরবঙ্গে বৃষ্টি না-হলেও, সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গ ৷ এমনটাই জানা গিয়েছে আবাহাওয়া দফতর সূত্রে ৷
এ প্রসঙ্গেই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "আবহাওয়া ভালো থাকবে না। প্রত্যেক দিনই বৃষ্টি হবে। সোমবার থেকে বৃষ্টি শুরু হয়েছে । দুপুর পর্যন্ত আকাশ মেঘলা ছিল । কলকাতা এবং বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে । আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে । এরপরই বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গ বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে ৷
চৈত্রমাসে এই বৃষ্টির কারণ কি?
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাষ্প গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। ভূপৃষ্ঠ থেকে সামান্য উপরে একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে । যা ঝাড়খণ্ড থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা জলীয় বাষ্পকে উপরে তুলতে সাহায্য করছে । এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে ।
23 মার্চ, শনিবার থেকে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। এই সময় নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে যাবে। বাংলাদেশ থেকে উত্তরবঙ্গের উপর নিম্নচাপ অক্ষরেখাটি অবস্থান করবে। নিম্নচাপ অক্ষরেখার কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প চলে যাচ্ছে। ফলে উত্তরবঙ্গে বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত এমনকি ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ঝড় বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কমে যাবে । তবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলে সোমনাথ দত্ত জানিয়েছেন।
সোমবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 4.5 ডিগ্রি সেলসিয়াস নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল 93 শতাংশ। আজ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ।
আরও পড়ুন:
- ফাটকা লাভে মঙ্গলে কাদের ভাগ্য় সুপ্রসন্ন! জানুন রাশিফলে
- হাঁটা নাকি যোগব্যায়াম, ওজন কমাতে সেরা বিকল্প কোনটা?
- কোলন ক্যানসার থেকে নিরাময় চান? ফাইবার সমৃদ্ধ খবার খান