কলকাতা, 9 জুন: বরুণদেবতার কোপে দক্ষিণবঙ্গ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর হাত ধরে বর্ষার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশের দিন ক্রমেই পিছিয়ে যাচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী 10 জুন বর্ষা বঙ্গে প্রবেশ করে। এবার প্রথমে 13 জুন বলা হলেও আলিপুর জানিয়েছে 14 তারিখ থেকে বৃষ্টির আবাহনী শুরু হতে পারে। মাঝের কয়েকটি দিন এপ্রিলের মতো ফের উষ্ণ-আর্দ্র অস্বস্তিকর গরমের দহনজ্বালা ভোগ করতে হবে সাধারণ মানুষকে ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত (ইটিভি ভারত) (ইটিভি ভারত) আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে আজ রবিবার থেকে আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বাকি জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর গরম থাকবে ।
অস্বস্তিকর গরমের কোপ থেকে বাদ যাবে না কলকাতাও । ছিটেফোঁটা বৃষ্টিরও সম্ভাবনা নেই মহানগরে । আগামী পাঁচ দিন গরম এবং অস্বস্তিতে নাজেহাল হতে হবে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিকে। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও সে ভাবে তেমন কিছু হয়নি।
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তার আগে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-এক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের আশঙ্কা রয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় নির্ধারিত সময়ের আগে বর্ষা শুরুর তেমন কোনও সম্ভাবনা নেই । বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে। আগামী সপ্তাহের শেষে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কলকাতায় প্রবেশের সম্ভাবনা বাড়বে । বৃহস্পতিবার বৃষ্টির পর অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে।
গত কয়েকদিনের মতো মৌসুমী বায়ু প্রবেশের কারণে শনিবারও জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টি হয়েছে। দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ দমকা বাতাসের সঙ্গে বৃষ্টি হয়েছে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। তুলনায় বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল সোমবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারের সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতে।
শনিবার কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 85 শতাংশ, সর্বনিম্ন 63 শতাংশ। আজ রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি এবং 29 ডিগ্রির আশেপাশে থাকবে।