কলকাতা, 8 জুলাই: সারা দেশে এখন পুরদস্তুর বর্ষা। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গে তো বটেই, দেশের প্রায় প্রতিটি রাজ্যে সক্রিয় বর্ষা। সেই বর্ষার পালে বাড়তি হাওয়া দিতে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা প্রায় একইসঙ্গে হাজির। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডে রয়েছে ঘূর্ণাবর্ত।
পাশাপাশি দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা বিহার, রাজ্যের হিমালয়ের পাদদেশ সিকিম ও উত্তর বাংলাদেশের ওপর দিয়ে গিয়েছে। এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার সরাসরি প্রভাব পড়বে রাজ্যের হিমালয়ের পাদদেশ অঞ্চলে। ফলস্বরূপ উত্তরবঙ্গের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- সোমবার উত্তরবঙ্গের পাঁচটি জেলায় প্রচুর বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। বাকি তিনটি জেলাও একইরকম বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বৃষ্টি কমেছে। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
- আগামিকাল উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। এছাড়াও বাকি তিনটি জেলা এবং দক্ষিণবঙ্গের নদিয়া, দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে প্রচুর পরিমাণে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
- 10 ও 11 তারিখ অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলোয় প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেরও প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তা হালকা থেকে মাঝারি ধরনের।