কলকাতা, 20 জানুয়ারি: ছুটির মেজাজে শীত ৷ প্রত্যাবর্তনের ইঙ্গিতই নেই ৷ নতুন সপ্তাহেও পারদ পতনের সম্ভাবনাও দেখছে না আলিপুর আবহাওয়া দফতর ৷ নতুন সপ্তাহে ইডেনে ভারত-ইংল্যান্ডের টি-20 ম্যাচ ৷ তবে বঙ্গে শীতের ব্যাটিংয়ে চালিয়ে খেলার কোনও ইঙ্গিত নেই ৷ কারণ সেই আশ্বাস দিতে পারছেন না আবহবিদরা ৷
সোমবার দিনের আকাশ ভোরে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিষ্কার হবে ৷ আজ কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি এবং 15 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ হাওয়া অফিসের পূর্বাভাস, 24 ঘণ্টা পর থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ ৷ শীতের প্রত্যাবর্তন না-হওয়ার পিছনে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ৷ বর্ষা থেকে শীত, বঙ্গের আবহাওয়ায় 'খলনায়ক' এখন পশ্চিমী ঝঞ্ঝা। রবিবার থেকে ঝঞ্ঝার গেরোয় থমকে যেতে শুরু করেছে উত্তুরে হাওয়া।
ফলে পারদ পতনের তেমন সম্ভাবনা কার্যত নেই রাজ্যে। 'মাঘের শীত বাঘের গায়ে', বাংলার এই প্রবাদের ছবি এখন আবহাওয়ায় নেই। মাঘ মাসেও শীতের দাপটে নেই ৷ এমনিতেই বঙ্গে শীতের ইনিংস ছোট্ট ৷ তারপর ঝঞ্ঝা কাঁটায় বাধাপ্রাপ্ত হয়ে তা আরও সংক্ষিপ্ত ৷ তবে শীতের প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে, এখনই কোনও মন্তব্য করতে নারাজ আবহবিদরা ৷
কনকনে ঠান্ডা না-থাকলেও শীতের আমেজ রয়েছে এবং তা আরও কিছুদিন থাকবে ৷ উত্তরবঙ্গে আগামী 24 ঘণ্টায় কুয়াশার দাপট কমার পূর্বাভাস। বাড়বে দৃশ্যমানতা। আগামী 4-5 দিনে উত্তরবঙ্গেও সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের না-হওয়ার কথা বলছে হাওয়া অফিস। শীতের আমেজ বজায় থাকবে। পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কতটা সিকিমের উপর পড়বে, তার উপরে নির্ভর করবে উত্তরবঙ্গের আগামীর আবহাওয়া।
রবিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.8 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা 25.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 91 শতাংশ এবং সর্বনিম্ন 44 শতাংশ।