বোলপুর, 8 মে: 'আজি শুভ দিনে পিতার ভবনে' আনন্দ উচ্ছ্বাস বেড়ে গিয়েছে দ্বিগুণ ৷ বিশ্বভারতীতে সাড়ম্বরে পালিত হয়েছে রবীন্দ্রজয়ন্তী উৎসব ৷ এদিনেই আবার শান্তিনিকেতনে নবনালন্দার ছাত্রী উচ্চমাধ্যমিকে মেধাতালিকায় দখল করেছেন পঞ্চম স্থান ৷
কলাবিভাগের ছাত্রী সানন্দা রায় ৷ মাধ্যমিকেও দশম স্থানে জায়গা করে নিয়েছিলেন তিনি ৷ 25 বৈশাখ উচ্চমাধ্যমিকে ফল প্রকাশে রীতিমতো উচ্ছ্বাসিত সানন্দা-সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও পরিবারের লোকজন ৷ সানন্দা রায় বলেন, "নির্দিষ্ট কোন সময় ছিল না পড়াশোনা করার। যখন ইচ্ছে হতো, পড়তাম ৷ ভাবিনি পঞ্চম স্থান পাব ৷ ভাল রেজাল্ট হবে এটা আশা করেছিলাম ৷ তাই যখন জানতে পারি পঞ্চম হয়েছি, তা-ও আবার 25 বৈশাখ কবিগুরুর জন্মদিনে, তাতেই খুশি দ্বিগুণ হয়ে গিয়েছে !"
সানন্দা আরও জানান, ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চান তিনি। অধ্যাপিকা হওয়ার ইচ্ছে তাঁর ৷ বরাবরের ইচ্ছে ছিল কলাবিভাগ নিয়ে পড়াশোনা করার ৷ রবীন্দ্রনাথের কবিতা, গান, লেখা তাঁকে আকৃষ্ট করেছে, উৎসাহিত করেছে ৷ তাই মাধ্যমিক পাশ করার পর উচ্চমাধ্যমিকে কলাবিভাগ নিয়ে পড়াশোনায় আগ্রহী ছিলেন বলে জানান সানন্দা ৷
বুধবার দুপুরে উচ্চমাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ করে শিক্ষা সংসদ। মেধাতালিকায় প্রথম 10 জনের মধ্যে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন শান্তিনিকেতনের নবনালন্দা স্কুলের ছাত্রী সানন্দা রায়। তাঁর প্রাপ্ত নম্বর 492। বোলপুরের স্কুল বাগানের বাসিন্দা শ্রীবানন্দ রায় ও সোমা দে রায়ের একমাত্র কন্যা সানন্দা ৷ মাধ্যমিকেও সে রাজ্যের মধ্যে 684 নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছিলেন ৷ তাঁর এই ফলাফলে খুশি সানন্দা-সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও পরিবারের সকলেই ৷