কলকাতা, 17 এপ্রিল: সামনের বছর অর্থাৎ, 2025-26 শিক্ষাবর্ষ থেকে বদল এসেছে একাদশ শ্রেণির পরীক্ষায় । তার পরবর্তী বছর থেকে আর হবে না উচ্চ মাধ্যমিক পরীক্ষা । সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ । এবার প্রথম ও তৃতীয় সেমেস্টারের পরীক্ষা কীভাবে হবে সেই বিজ্ঞপ্তি জারি করা হল সংসদের তরফে । প্রথমেই বলে দেওয়া হয়েছিল প্রথম ও তৃতীয় সেমেস্টারে পুরো পরীক্ষায় হবে মাল্টিপল চয়েস প্রশ্ন (এমসিকিউ) ভিত্তিক ৷ প্রশ্নপত্রে কী থাকবে, তা এবার জানানো হল ।
প্রথম এবং তৃতীয় সেমেস্টারে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে 35 নম্বরের। প্রোজেক্ট সংক্রান্ত বিষয়ের জন্য থাকবে 40 নম্বর। মিউজিক এবং ভিজ্যুয়াল আর্টসে বরাদ্দ থাকবে 20 নম্বর। প্রশ্নপত্রের 50 শতাংশ প্রশ্ন থাকবে প্রাথমিক সিলেবাসের মধ্যে। 30 শতাংশ প্রশ্ন থাকবে বুদ্ধিমত্তা এবং সামান্য জটিল বিষয়ে। বাকি 20 শতাংশ থাকবে অন্যান্য প্রশ্নের থেকে অনেকটাই কঠিন। এর মধ্যে থাকবে মালটিপল চয়েস কোয়েশ্চেন। চারটি অপশন দেওয়া এই এমসিকিউয়ের মধ্যে থাকবে শূন্যস্থান পূরণ, কলাম মেলানো, রিজনিং, ডায়াগ্রাম সংক্রান্ত প্রশ্ন, বাক্য সাজানো, ঠিক-ভুল নির্বাচন, কেস বিশেষের প্রশ্ন । তবে প্রথম এবং তৃতীয় সেমিস্টারের প্রশ্নে এখনও কোনও নির্দিষ্ট পার্সেন্টেজের উল্লেখ করেনি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । কেবল জানানো হয়েছে, প্রত্যেক বিষয়ের ওপর ভিত্তি করে সেই শতাংশ ঠিক করা হবে।