পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেমন হবে একাদশের সেমেস্টার পদ্ধতির প্রথম ও তৃতীয় পরীক্ষার ধরন, জানাল সংসদ - Class 11 Semester Exam - CLASS 11 SEMESTER EXAM

WBCHSE on Class 11 Semester: একাদশ শ্রেণির প্রথম ও তৃতীয় সেমিস্টার পদ্ধতির পরীক্ষা কেমন হবে তা বিজ্ঞপ্তি দিয়ে জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ৷ প্রশ্ন কী ধরনের হবে তাও জানিয়েছে সংসদ ৷

একাদশ শ্রেণির সেমেস্টার পরীক্ষা , HS Semester Exam
একাদশ শ্রেণির সেমেস্টার পরীক্ষা নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বক্তব্য

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 11:28 AM IST

কলকাতা, 17 এপ্রিল: সামনের বছর অর্থাৎ, 2025-26 শিক্ষাবর্ষ থেকে বদল এসেছে একাদশ শ্রেণির পরীক্ষায় । তার পরবর্তী বছর থেকে আর হবে না উচ্চ মাধ্যমিক পরীক্ষা । সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ । এবার প্রথম ও তৃতীয় সেমেস্টারের পরীক্ষা কীভাবে হবে সেই বিজ্ঞপ্তি জারি করা হল সংসদের তরফে । প্রথমেই বলে দেওয়া হয়েছিল প্রথম ও তৃতীয় সেমেস্টারে পুরো পরীক্ষায় হবে মাল্টিপল চয়েস প্রশ্ন (এমসিকিউ) ভিত্তিক ৷ প্রশ্নপত্রে কী থাকবে, তা এবার জানানো হল ।

প্রথম এবং তৃতীয় সেমেস্টারে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে 35 নম্বরের। প্রোজেক্ট সংক্রান্ত বিষয়ের জন্য থাকবে 40 নম্বর। মিউজিক এবং ভিজ্যুয়াল আর্টসে বরাদ্দ থাকবে 20 নম্বর। প্রশ্নপত্রের 50 শতাংশ প্রশ্ন থাকবে প্রাথমিক সিলেবাসের মধ্যে। 30 শতাংশ প্রশ্ন থাকবে বুদ্ধিমত্তা এবং সামান্য জটিল বিষয়ে। বাকি 20 শতাংশ থাকবে অন্যান্য প্রশ্নের থেকে অনেকটাই কঠিন। এর মধ্যে থাকবে মালটিপল চয়েস কোয়েশ্চেন। চারটি অপশন দেওয়া এই এমসিকিউয়ের মধ্যে থাকবে শূন্যস্থান পূরণ, কলাম মেলানো, রিজনিং, ডায়াগ্রাম সংক্রান্ত প্রশ্ন, বাক্য সাজানো, ঠিক-ভুল নির্বাচন, কেস বিশেষের প্রশ্ন । তবে প্রথম এবং তৃতীয় সেমিস্টারের প্রশ্নে এখনও কোনও নির্দিষ্ট পার্সেন্টেজের উল্লেখ করেনি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । কেবল জানানো হয়েছে, প্রত্যেক বিষয়ের ওপর ভিত্তি করে সেই শতাংশ ঠিক করা হবে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া বিজ্ঞপ্তি

প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রথমে বলা হয়েছিল প্রথম ও তৃতীয় সেমিস্টারের অনুত্তীর্ণ হলেও দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারে বসতে পারবে সেই পরীক্ষার্থী। পরবর্তী সময়ে প্রশ্ন উঠেছিল সেই সময় ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানের উন্নতি নিয়ে । তারপরেই নতুন করে বিবেচনা করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরবর্তী সময় বলে দেওয়া হয় প্রথমে এই নিয়ম না-থাকলেও বর্তমানে পড়ুয়াদের চারটি সেমিস্টারের প্রত্যেকটিতে ন্যূনতম পাশ নম্বর পেতে হবে। যদি কেউ একটা সেমেস্টারেও তার কম নম্বর পায়, তাহলে পরের সেমেস্টারের সে অংশ নিতে পারবে না ।

আরও পড়ুন :

  1. প্রশ্ন পড়ার জন্যও থাকছে না সময়, উচ্চমাধ্যমিকে নয়া নিয়ম
  2. এবার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন কীভাবে ? জানাল সংসদ
  3. সেমিস্টার পদ্ধতিকে স্বাগত জানালেও সিলেবাস নিয়ে প্রশ্ন শিক্ষামহলে

ABOUT THE AUTHOR

...view details