পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এআই ও ডেটা সায়েন্স আর আলাদা নয়, উচ্চমাধ্যমিকে আরও চারটি নতুন বিষয় - WBCHSE

এই শিক্ষাবর্ষের শেষ হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এরপর থেকে শুরু হবে সেমিস্টার পদ্ধতি। 6 মাস অন্তর পরীক্ষা হবে দুই শ্রেণিতেই।

AI and Data Science
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2025, 11:34 AM IST

Updated : Feb 21, 2025, 11:39 AM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি:এবার উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে যুক্ত হল আরও বেশ কিছু বিষয়। 2025-26 শিক্ষাবর্ষ থেকে যুক্ত হল পাঁচটি নতুন বিষয়গুলো। সম্প্রতি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন বিষয়গুলির সম্পর্কে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সাইন্স, এনভারমেন্টাল সাইন্স, ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার, বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিসটিক, বিজনেস ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সাইন্স। এবার উচ্চমাধ্যমিক স্তরে নতুন শিক্ষাবর্ষ থেকে এই বিষয়গুলি পড়ার সুযোগ পাবে পড়ুয়ারা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সাইন্স বিষয়টি নতুন নয়। আগের বছর থেকেই এ বিষয়টি শুরু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে এবারে দু'টি বিষয়কে এক করে দেওয়া হল।

তবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নতুন এই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে কোথায় এই বিষয়গুলি পড়ানো হবে সে বিষয়ক সবিস্তারে জানিয়ে দেন। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী যেই সমস্ত স্কুলে বায়োলজিক্যাল সাইন্স বিষয়টি পড়ানো হয়, তাদের স্কুলেই পড়ানো হবে ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার। এমনকি ওই বিষয়ের শিক্ষক শিক্ষারাই এ বিষয়টি পড়াবেন। পাশাপাশি স্কুলেই পড়ানো হবে এনভারমেন্টাল সাইন্স। অন্যদিকে যে সমস্ত স্কুলে অঙ্ক রয়েছে সেখানে পড়ানো হবে বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিসটিক, বিজনেস ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সাইন্স। তার সঙ্গে স্কুলে কম্পিউটার থাকা বাধ্যতামূলক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্সের জন্য।

প্রসঙ্গত, এই বছর থেকেই একাদশ এবং দ্বাদশ শ্রেণির সিলেবাসে এসেছে আমূল পরিবর্তন ৷ এমনকি পরিবর্তন হয়েছে পরীক্ষার ধরনেরও ৷ এই শিক্ষাবর্ষের শেষ হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এরপর থেকে শুরু হবে সেমিস্টার পদ্ধতি। ইতিমধ্যেই একাদশ শ্রেণিতে সেমিস্টার পদ্ধতি শুরু হয়ে গিয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে দেখা যাবে দ্বাদশ শ্রেণিতেও। 6 মাস অন্তর পরীক্ষা হবে দুই শ্রেণিতেই। তার জন্যেই বদল সিলেবাসে। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন এই সিলেবাস তৈরি করা হয়েছে ৷ যাতে পড়ুয়ারা শুধুমাত্র পুঁথিগত নয়, হাতেকলমেও জ্ঞান অর্জন করতে পারেন।

Last Updated : Feb 21, 2025, 11:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details