বর্ধমান, 17 সেপ্টেম্বর: সাসপেন্ডের পর এবার বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করল স্বাস্থ্য দফতর । চারজন বিশেষজ্ঞ চিকিৎসকদের কমিটি গঠন করা হয়েছে ৷ তাঁরা পুরো বিষয়টি তদন্ত করে দেখবেন । কমিটিকে সাতদিনের মধ্যে সেই তদন্তের রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ।
রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে সন্দীপ ঘোষ ও তার অনুগামী অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস-সহ বেশ কিছু চিকিৎসকদের বিরুদ্ধে থ্রেট কালচার ও দুর্নীতি নিয়ে সরব হয়েছেন আন্দোলনকারীরা । চার সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে ৷ সেই বিশেষজ্ঞ কমিটিতে আছেন সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডাঃ পার্থপ্রতিম প্রধান, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাঃ উৎপল দাঁ, তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাঃ শর্মিলা মল্লিক ও বর্ধমান মেডিক্যাল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা তাদের তদন্ত করে সাতদিনের মধ্যে রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছেন ।