পশ্চিমবঙ্গ

west bengal

আরজি করের জের! সব হাসপাতালের নিরাপত্তা নিয়ে রিপোর্ট চাইল স্বাস্থ্য দফতর - RG Kar Doctor Rape and Murder

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2024, 9:57 PM IST

WB Health Department: রাজ্যের সমস্ত সরকারি হাসপাতেলের নিরাপত্তা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠাল স্বাস্থ্য দফতর । আরজি করের ঘটনার পর থেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগের সঞ্চার হয়েছে ।

WB Health Department
স্বাস্থ্য ভবন (নিজস্ব টিত্র)

কলকাতা, 29 অগস্ট: আরজি কর বিতর্কের আবহে এবার রাজ্যের সমস্ত হাসপাতালগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে রিপোর্ট চাইল স্বাস্থ্য দফতর । আরজি কর পর্বের পর থেকেই রাজ্য রাজনীতি উত্তাল। প্রত্যেক দিনই নিয়ম করে প্রতিবাদ আছড়ে পড়ছে রাজপথে। কখনও রাজনৈতিক দল, কখনও চিকিৎসক সমাজ আবার কখনও বিশিষ্টরা পথে নামছেন। এসবের মাঝেই রাজ্যের বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নে উদ্যোগী হল রাজ্য সরকার ।

হাসপাতাল গুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে সাধারণ মানুষের জীবন বাঁচাতে যাঁরা ব্যস্ত থাকেন তাঁদের সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা কেন করা হচ্ছে না। এই অবস্থায় রাজ্য সরকারের তরফ থেকে প্রথম দফায় রাজ্যের বিভিন্ন জেলায় থাকা মেডিক্যাল কলেজগুলির সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়।

মেডিক্যাল কলেজগুলির থেকে বিস্তারিত তথ্য সংগ্রহের পর অর্থ দফতরের মঞ্জুরি পেলে রাজ্যের 23টি মেডিক্যাল কলেজে একাধিক সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হবে । তার মধ্যে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থেকে শুরু করে সিসিটিভির ব্যবস্থা, চিকিৎসক এবং নার্সদের রেস্টরুম, শৌচাগার সহ একাধিক বিষয় রয়েছে। একইসঙ্গে এই তালিকায় রয়েছে পর্যাপ্ত সিকিউরিটি দেওয়ার জন্য কর্মী নিয়োগের বিষয়টিও । ইতিমধ্যেই মেডিক্যাল কলেজগুলির সুরক্ষা ঢেলে সাজানোর জন্য নির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য দফতর । শুধু অপেক্ষা অর্থ দপ্তরের সবুজ সংকেতের ।

এর পরবর্তী ধাপ হিসেবে এবার সুপার স্পেশালিটি হাসপাতাল স্টেট জেনারেল হাসপাতাল ও মহাকুমা হাসপাতালগুলিরও নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে স্বাস্থ্য দফতর । বৃহস্পতিবরা রাজ্যের তরফ থেকে বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকে সেই জেলায় থাকা সুপার স্পেশালিটি হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতাল ও মহাকুমা হাসপাতাল গুলির তথ্য চাওয়া হল। আজ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিভিন্ন জেলায় ঢাকা মেডিক্যাল কলেজ এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করা হয় । সেখানেই জানতে চাওয়া হয়েছে এই হাসপাতাল গুলিতে বর্তমানে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

এক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে এই হাসপাতাল গুলিতে কত সংখ্যক সিসিটিভি রয়েছে কত সংখ্যক নিরাপত্তা কর্মী রয়েছে পর্যাপ্ত আলো আছে কিনা সেখানে রেস্টরুম বা আলাদা টয়লেটের ব্যবস্থা রয়েছে কিনা ইত্যাদি বিষয়গুলি। প্রসঙ্গত গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য সচিবদের নিয়ে একটা বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমও।

এই বৈঠকে এ রাজ্যের হাসপাতালগুলির সুরক্ষার বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চাওয়া হয়। সেই বৈঠকের পর বিভিন্ন জেলার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করে স্বাস্থ্য দপ্তর। সেখানেই মহাকুমা তথা স্টেট জেনারেল হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালগুলির নিরাপত্তা ও নিশ্চিত করার বিষয়টি আলোচনা হয়েছে। যতদূর জানা গিয়েছে সমস্ত হাসপাতালকে চলতি সপ্তাহের মধ্যে এই বিষয়ে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। এই রিপোর্ট হাতে পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ABOUT THE AUTHOR

...view details