পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মঙ্গলে চোপড়ায় রাজ্যপাল, আজ রাতের ট্রেনেই রওনা দেবেন - চোপড়া যাচ্ছেন রাজ্যপাল বোস

Governor CV Ananda Bose: তৃণমূলের অনুরোধ মেনে চোপড়া যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সোমবার রাতের ট্রেনেই রওনা দেবেন তিনি ৷

Etv Bharat
মঙ্গলে চোপড়া যাচ্ছেন রাজ্যপাল

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 10:46 AM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি:চোপড়া যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ মঙ্গলবার উত্তর দিনাজপুরের চোপড়ায় সন্তানহারা পরিবারের সঙ্গে দেখা করবেন ৷ এছাড়া স্থানীয় প্রশাসনের সঙ্গেও কথা বলবেন বলে জানা গিয়েছে ৷

সোমবার রাজভবন সূত্রের খবর, আজ রাতের দার্জিলিং মেলে কিষাণগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবেন রাজ্যপাল । কর্মী ও আধিকারিকদের সঙ্গে নিয়ে শিয়ালদা থেকে রাত দশটা পাঁচ মিনিটের 12343 নম্বর দার্জিলিং মেলে উঠবেন ৷ তারপর বিহারের কিষাণগঞ্জ স্টেশনে নেমে সেখান থেকে সড়কপথে সোজা চোপড়ায় যাবেন আনন্দ বোস । প্রায় দেড় ঘণ্টা সময় লাগবে সড়কপথে ঘটনাস্থলে পৌঁছতে ।

রাজভবন সূত্রে আরও জানা গিয়েছে, দিন কয়েক আগে চোপড়া যাওয়ার আগ্রহ প্রকাশ করে রাজ্য সরকারের কাছে হেলিকপ্টার চেয়ে পাঠানো হয়েছিল । কিন্তু, সেই চিঠিতে কিছু সংশোধনের কথা জানায় নবান্ন । নবান্নের কথা মেনে পুনরায় রাজভবন থেকে সংশোধিত চিঠি বা আবেদনপত্র পাঠানো হয় । তারপরও রাজভবনের আবেদনের সাড়া দেয়নি নবান্ন । অগত্যা একপ্রকার বাধ্য হয়ে নিজের কথা রাখতে আজ রাতেই রেলপথে চোপড়ার উদ্দেশ্যে রওনা দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

12 ফেব্রুয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যু হয় । বিএসএফের ড্রেনের কাজ চলাকালীন শিশুদের মৃত্যু হওয়ায় বর্ডার সিকিউরিটি ফোর্সের গাফিলতিকে কাঠগড়ায় তুলে ঘটনার বিরুদ্ধে সরব হয় রাজ্য সরকার ৷ এই ঘটনার পর একইসঙ্গে 12 সদস্যের প্রতিনিধি দল 15 ফেব্রুয়ারি রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন । অনুরোধ করা হয়, তিনি যেন দ্রুত চোপড়ার ঘটনাস্থলে গিয়ে আইনত পদক্ষেপ গ্রহণ নেন । শাসকদলের আবেদনের সাড়া দিয়ে চোপড়া যাবেন বলে কথা দিয়েছিলেন রাজ্যপাল বোস । সেই মতো মঙ্গলবার চোপড়া যাচ্ছেন তিনি ৷

আরও পড়ুন :

  1. নিকাশিনালা কাটার কাজ দেখতে গিয়ে মাটি ধসে 4 শিশুর মৃত্যু, চাঞ্চল্য চোপড়ায়
  2. অভিষেকের নির্দেশে চোপড়ায় মৃত শিশুদের পরিবারগুলিকে আর্থিক সাহায্যের ঘোষণা তৃণমূলের
  3. মমতার নির্দেশ, সোমে চোপড়া যাচ্ছে চন্দ্রিমা নেতৃত্বাধীন তৃণমূলের প্রতিনিধি দল

ABOUT THE AUTHOR

...view details