সন্দেশখালি, 28 ফেব্রুয়ারি: উত্তপ্ত সন্দেশখালিতে একশো দিনের বকেয়া টাকা মেটাতে উদ্যোগী হল রাজ্য ৷ সূত্রের খবর, বুধবার থেকেই টাকা মেটানোর এই প্রক্রিয়া শুরু হবে উত্তর 24 পরগনার সন্দেশখালিতে ৷ বকেয়া 100 দিনের টাকা সরাসরি পৌঁছে যাবে শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে ৷ প্রশাসন সূত্রে খবর, সন্দেশখালি 2 নম্বর ব্লকের 6 হাজার ভুক্তভোগী শ্রমিক এই সুবিধা পাবেন ৷
কেন্দ্রের কাছ থেকে একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ফেব্রুয়ারি মাসের শুরুতেই তিনি জানিয়েছেন, কেন্দ্র না দিলেও রাজ্য সরকারই এই টাকা দিয়ে দেবে ৷ তিনি ঘোষণা করেন, 21 লক্ষ একশো দিনের শ্রমিকের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে ৷
এদিকে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি ৷ এমনকী সেখানে বেশ কয়েকটি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে ৷ বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে শাসকদলকে ৷ এই পরিস্থিতিতে 26 ফেব্রুয়ারি একশো দিনের কাজের শ্রমিকদের জন্য 2 হাজার 650 কোটি 60 লক্ষ টাকা বরাদ্দ করে রাজ্য সরকার ৷ 26 ফেব্রুয়ারি থেকে সেই টাকা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে যায় ৷
একসে দিনের কাজের ইস্যুতে মঙ্গলবারও পুরুলিয়ার এক প্রশাসনিক সভা থেকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মমতা বন্দোপাধ্যায় ৷ তিনি বলেন, "বাংলা ভিখারি নয় ৷ বাংলা হকের টাকা চায় ৷ বাংলা ভিক্ষা চায় না ৷" যদিও, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ কোনওদিনই মানতে চায়নি গেরুয়া শিবির ৷ উলটে, তাঁরা একশো দিনের প্রকল্পের টাকা নিয়ে নয়ছয়ের অভিযোগ তুলেছে শাসকদলের বিরুদ্ধে ৷
এদিকে একশো দিনের কাজের বিষয়ে সন্দেশখালি 2 নম্বর ব্লকের বিডিও অরুণ কুমার সামন্ত বলেন, "এই ব্লকে প্রায় 6 হাজারে শ্রমিকের একশো দিনের টাকা বকেয়া রয়েছে ৷ সরকারের যাবতীয় নির্দেশিকা মেনে বুধবার থেকে আমরা এই বকেয়া টাকা মেটানোর প্রক্রিয়া শুরু করব ৷ ব্লকে প্রাপ্য টাকার পরিমাণ 2 কোটি ৷" এদিকে, সন্দেশখালির মানুষের মন পেতে একশো দিনের টাকা ছাড়াও মৎস্যজীবী কার্ড, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরকারের জনমুখী প্রকল্পগুলিতেও প্রশাসন বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে সূত্রের খবর !
আরও পড়ুন:
- একশো দিনের কাজের টাকা মেটাতে 2 হাজার 650 কোটি বরাদ্দ রাজ্য সরকারের
- 100 দিনের কর্মীদের বকেয়া টাকা দেওয়া শুরু রাজ্যের, স্ক্রিনশট তুলে প্রচার
- তৃণমূলের'তৃণমূলে থেকে মানুষকে বঞ্চনা করা যাবে না', সন্দেশখালি উত্তাপের মধ্যেই স্পষ্ট বার্তা মমতার