কলকাতা, 5 ফেব্রুয়ারি: শহরের বুকে একের পর এক বহুতল হেলে পড়েছে । সেই সমস্ত হেলে পড়া বাড়ির বেআইনি নির্মাণের দায় কলকাতার মেয়রের উপরে চাপিয়ে তাঁর পদত্যাগ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে আজ কংগ্রেস কলকাতা কর্পোরেশন অভিযান করল । এই অভিযানের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার । শুরু থেকে পরিস্থিতি শান্ত থাকলেও পরবর্তী সময় উত্তপ্ত হতে শুরু করে ।
এদিন মিছিল কলকাতা কর্পোরেশনের সামনে এলেই এলিট গেটের অদূরে নিউমার্কেট থানার কাছে লোহার গার্ডরেল দিয়ে মিছিলের পথ আটকায় কলকাতা পুলিশ । সেখানে গার্ডরেল ধাক্কাধাক্কি করে ফেলে এগোনোর চেষ্টা করে কর্মীরা । কলকাতা কর্পোরেশন এলাকায় তাঁরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন । সেখান থেকেই কংগ্রেস সভাপতি ঘোষণা করেন, তাঁদের একটি প্রতিনিধি দল কলকাতা কর্পোরেশনে গিয়ে মেয়র ফিরহাদ হাকিমের হাতে স্মারকলিপি তুলে দেবেন ।
যদিও কিছুক্ষণ পর পুলিশ ও কর্পোরেশনের তরফে জানানো হয়, মেয়র থাকবেন না ৷ বিক্ষোভকারীরা রিসিভিং সেকশনে এই স্মারকলিপি জমা দিতে পারেন । এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ শুভঙ্কর সরকার জানিয়ে দেন, মেয়র না-থাকলেও অন্য কোনও মেয়রিং কাউন্সিল সদস্য কিংবা পুর কমিশনার বা সচিবের হাতে স্মারকলিপি দেওয়া যেতে পারে ৷ নচেৎ তাঁরা প্রয়োজনে কলকাতা কর্পোরেশনে ঢুকবেন ।