পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কংগ্রেসের কলকাতা কর্পোরেশন অভিযান ! পথ অবরোধে উত্তপ্ত ধর্মতলা, স্তব্ধ যানচলাচল - PROTEST AGAINST KMC MAYOR

শুরু থেকে পরিস্থিতি শান্ত থাকলেও পরবর্তী সময়ে উত্তপ্ত হতে শুরু করে । ধর্মতলামুখী যানচলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় ।

WB Congress Show Protest against KMC Mayor Firhad Hakim
কংগ্রেসের ডাকে কলকাতা কর্পোরেশন অভিযান ! (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2025, 4:31 PM IST

Updated : Feb 5, 2025, 5:22 PM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি: শহরের বুকে একের পর এক বহুতল হেলে পড়েছে । সেই সমস্ত হেলে পড়া বাড়ির বেআইনি নির্মাণের দায় কলকাতার মেয়রের উপরে চাপিয়ে তাঁর পদত্যাগ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে আজ কংগ্রেস কলকাতা কর্পোরেশন অভিযান করল । এই অভিযানের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার । শুরু থেকে পরিস্থিতি শান্ত থাকলেও পরবর্তী সময় উত্তপ্ত হতে শুরু করে ।

এদিন মিছিল কলকাতা কর্পোরেশনের সামনে এলেই এলিট গেটের অদূরে নিউমার্কেট থানার কাছে লোহার গার্ডরেল দিয়ে মিছিলের পথ আটকায় কলকাতা পুলিশ । সেখানে গার্ডরেল ধাক্কাধাক্কি করে ফেলে এগোনোর চেষ্টা করে কর্মীরা । কলকাতা কর্পোরেশন এলাকায় তাঁরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন । সেখান থেকেই কংগ্রেস সভাপতি ঘোষণা করেন, তাঁদের একটি প্রতিনিধি দল কলকাতা কর্পোরেশনে গিয়ে মেয়র ফিরহাদ হাকিমের হাতে স্মারকলিপি তুলে দেবেন ।

কংগ্রেসের কলকাতা কর্পোরেশন অভিযান (ইটিভি ভারত)

যদিও কিছুক্ষণ পর পুলিশ ও কর্পোরেশনের তরফে জানানো হয়, মেয়র থাকবেন না ৷ বিক্ষোভকারীরা রিসিভিং সেকশনে এই স্মারকলিপি জমা দিতে পারেন । এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ শুভঙ্কর সরকার জানিয়ে দেন, মেয়র না-থাকলেও অন্য কোনও মেয়রিং কাউন্সিল সদস্য কিংবা পুর কমিশনার বা সচিবের হাতে স্মারকলিপি দেওয়া যেতে পারে ৷ নচেৎ তাঁরা প্রয়োজনে কলকাতা কর্পোরেশনে ঢুকবেন ।

ধর্মতলামুখী যানচলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় (ইটিভি ভারত)

তারপরেই পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা । সেই সময় পুলিশের সঙ্গে তাঁদের তুমুল ধস্তাধস্তি হয় । গার্ডরেলের একাংশ খুলে ফেলেন ৷ তারপরেই লাঠিচার্জ করেন পুলিশকর্মীরা । এরপরই মঞ্চ থেকে নেমে এসে কর্মীদের নিয়ে বসে পড়েন প্রদেশ কংগ্রেসের সভাপতি । এর জেরে ধর্মতলামুখী যানচলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় ।

কংগ্রেসের কলকাতা কর্পোরেশন অভিযান (ইটিভি ভারত)

শুভঙ্কর সরকার বলেন, ‘‘কলকাতা জুড়ে বেআইনি বহুতলের রমরমা । বাড়ি হেলে পড়ছে ৷ সেই দায় কলকাতা পুরসভার মেয়রকেই নিতে হবে । তার এই দায় নিয়ে পদত্যাগ করা উচিত ৷ পাশাপাশি এই বোর্ডের উচিত এই হেলে পড়া বাড়ির গরিব ও ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ দেওয়া । সেই ক্ষতিপূরণ অবশ্যই কলকাতা কর্পোরেশনের কোষাগার থেকে নয় । মোটা টাকা পকেটে ঢুকিয়ে কাউন্সিলর, পুলিশ বেআইনি নির্মাণে মদৎ দেবেন আর জনগণের করের টাকায় বাড়ি তৈরি করে দেওয়া হবে, এটা হতে পারে না ।’’

আরও পড়ুন

Last Updated : Feb 5, 2025, 5:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details