কলকাতা, 4 জুলাই: রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে এই বিশেষ অধিবেশনের কথা জানিয়ে দিয়েছেন অধ্যক্ষ ৷ এই বিশেষ অধিবেশনের কারণ হিসাবে তিনি অবশ্য বিধানসভায় থাকা সংসদীয় কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার বিষয়টিকে উল্লেখ করেছেন ৷
তবে এদিন শাসকদলের তরফে তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন, যাতে বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শপথ নিয়ে কোনও বার্তা দিতে চলেছেন এমন কথার উল্লেখ ছিল ৷ যদিও এদিন এই অধিবেশনের সঙ্গে শপথের কোনও যোগ রয়েছে বলে স্বীকার করেননি অধ্যক্ষ ৷ তিনি শুধু জানিয়েছেন, শুক্রবার, 5 জুলাই বিধানসভায় বিজনেস এডভাইসারি কমিটির বৈঠক রয়েছে ৷ তারপর দুপুর 2টো থেকে বিশেষ অধিবেশন শুরু হবে ৷ সেখানেই পরবর্তী পদক্ষেপ কী হবে, তা ঠিক করা হবে ৷ কিন্তু সেই পদক্ষেপ শপথের দিকে যাবে কি না, তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি অধ্যক্ষ ৷
তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, দুই বিধায়কের শপথের জন্যই মূলত এই অধিবেশন ডাকা হচ্ছে ৷ এই অধিবেশন থেকেই দুই তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনের শপথ কীভাবে হতে পারে, তা নিয়ে আলোচনা হতে পারে ৷ ইতিমধ্যে কীভাবে এই দুই বিধায়কের শপথ নেওয়া যায়, তা নিয়ে বিভিন্ন আইনি পরামর্শ নিয়েছিল রাজ্য ৷ তারপর বিধানসভার একটি সূত্র থেকে জানা গিয়েছে, বিশেষ অধিবেশনকে সামনে রেখে রাজ্যপালকে বাদ দিয়েও শপথের সংস্থান রয়েছে ৷ আগামিকাল দুপুর 12 টায় যে বিজনেস এডভাইসারি কমিটির সভা রয়েছে, সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয় কি না, সেটাই এখন দেখার ৷
প্রসঙ্গত লোকসভা নির্বাচনের সঙ্গে এই দুই বিধায়কের উপনির্বাচন সংগঠিত হলেও তারপর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গিয়েছে ৷ আজ 30 দিন পরেও বিধানসভায় ধরনা দিতে দেখা গিয়েছে তৃণমূলের দুই বিধায়ককে ৷ আজ তাদেরও এই অধিবেশন নিয়ে প্রশ্ন করা হয়, কিন্তু তাঁরা নীরব থেকেছেন ৷ এদিনও সায়ন্তিকা জানান, তিনি রাজ্যপালের জন্য অপেক্ষায় আছেন ৷ রাজ্যপাল বিধানসভায় এসে তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন বলছেন তিনি ৷ অন্যদিকে রেয়াত হোসেন সরকার সম্পূর্ণ ঘটনায় একটা রাজনীতি দেখতে পাচ্ছেন ৷ শেষ পর্যন্ত আগামিকাল তাঁদের শপথ নিয়ে কোনও সমাধান বের হয় কি না, সেদিকেই রাজ্যবাসীর চোখ ৷