আসানসোল, 10 এপ্রিল: অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করল বর্ধমান-দুর্গাপুর লোকসভার বিদায়ী সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে । বুধবার তাঁর নাম ঘোষণা হতেই আসানসোল জুড়ে উচ্ছ্বাসে মেতে উঠলেন বিজেপি নেতা-কর্মীরা । একে অন্যকে এদিন মিষ্টিমুখ করালেন তাঁরা । তড়িঘড়ি দেওয়াল লিখনেও নেমে পড়েছেন বিজেপি কর্মীরা । যদিও বিরোধীদের কটাক্ষ, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সাংসদ হয়ে কোনও কাজ করেননি সুরিন্দর সিং আলুওয়ালিয়া । তাই তাঁর জেতা আসনে তাঁকে আর প্রার্থী করেনি বিজেপি । আলুওয়ালিয়া সাংসদ থাকাকালীন ব্যর্থতাই তাঁকে আসানসোলে পরাজিত করবে বলে দাবি বিরোধীদের ।
তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, "সাংসদ হিসেবে আলুওয়ালিয়া সাহেবের দুর্গাপুরের রিপোর্ট কার্ড মানুষের কাছে রাখলেই আসানসোলের মানুষ আর তাঁকে ভোট দেবে না । তাঁর দলের লোকেরাই গান গেয়েছিল, 'তোমার দেখা নাই'। অবশেষে নিখোঁজ সাংসদের দেখা মিলবে আসানসোলে ।"
সিপিএম জেলা কমিটির সদস্য পার্থ মুখোপাধ্যায়ের কটাক্ষ, "দুর্গাপুরে উন্নয়নের কাজে সাংসদ হিসেবে ব্যর্থ হয়েছেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া । সেই কারণেই তাঁকে আসানসোল থেকে প্রার্থী করা হল ।" যদিও বিজেপির দাবি, অন্ততপক্ষে দেড় লক্ষ ভোটে জিতে ছিলেন সুরিন্দির সিং আলুওয়ালিয়া । বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, "একদিকে ভূমিপুত্র, অন্যদিকে দুর্গাপুরে তাঁর উন্নয়ন তাঁকে পুনরায় জয়ী করবে ।"