পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিল্লিতে নরেন্দ্র, আসানসোলে সুরিন্দ্র; দেওয়াল লিখন-মিষ্টিমুখ-স্লোগানে মুখরিত আসানসোল - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম ঘোষণা হতেই আসানসোলে আনন্দে মাতলেন বিজেপি কর্মীরা ৷ চলল দেদার মিষ্টিমুখ ৷ শুরু দেওয়াল লিখনও ৷ বিজেপি প্রার্থীর জেতার ব্যাপারে আশাবাদী সমর্থকেরা ৷ পালটা কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা ৷

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 6:50 PM IST

সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নামে দেওয়াল লিখন শুরু

আসানসোল, 10 এপ্রিল: অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করল বর্ধমান-দুর্গাপুর লোকসভার বিদায়ী সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে । বুধবার তাঁর নাম ঘোষণা হতেই আসানসোল জুড়ে উচ্ছ্বাসে মেতে উঠলেন বিজেপি নেতা-কর্মীরা । একে অন্যকে এদিন মিষ্টিমুখ করালেন তাঁরা । তড়িঘড়ি দেওয়াল লিখনেও নেমে পড়েছেন বিজেপি কর্মীরা । যদিও বিরোধীদের কটাক্ষ, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সাংসদ হয়ে কোনও কাজ করেননি সুরিন্দর সিং আলুওয়ালিয়া । তাই তাঁর জেতা আসনে তাঁকে আর প্রার্থী করেনি বিজেপি । আলুওয়ালিয়া সাংসদ থাকাকালীন ব্যর্থতাই তাঁকে আসানসোলে পরাজিত করবে বলে দাবি বিরোধীদের ।

তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, "সাংসদ হিসেবে আলুওয়ালিয়া সাহেবের দুর্গাপুরের রিপোর্ট কার্ড মানুষের কাছে রাখলেই আসানসোলের মানুষ আর তাঁকে ভোট দেবে না । তাঁর দলের লোকেরাই গান গেয়েছিল, 'তোমার দেখা নাই'। অবশেষে নিখোঁজ সাংসদের দেখা মিলবে আসানসোলে ।"

সিপিএম জেলা কমিটির সদস্য পার্থ মুখোপাধ্যায়ের কটাক্ষ, "দুর্গাপুরে উন্নয়নের কাজে সাংসদ হিসেবে ব্যর্থ হয়েছেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া । সেই কারণেই তাঁকে আসানসোল থেকে প্রার্থী করা হল ।" যদিও বিজেপির দাবি, অন্ততপক্ষে দেড় লক্ষ ভোটে জিতে ছিলেন সুরিন্দির সিং আলুওয়ালিয়া । বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, "একদিকে ভূমিপুত্র, অন্যদিকে দুর্গাপুরে তাঁর উন্নয়ন তাঁকে পুনরায় জয়ী করবে ।"

গত 2 মার্চ প্রথমে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছিল ভোজপুরি গায়ক ও অভিনেতা পবন সিংয়ের । একদিনের মধ্যেই তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থীপদ প্রত্যাহার করে নেন । তারপর একমাস 9 দিন পেরিয়ে যাওয়ার পর এই আসনে ফের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হল । বৃহস্পতিবার বিকেলেই আসানসোলে আসার কথা আলুওয়ালিয়ার । আসানসোলের ভূমিপুত্র হিসেবেই পরিচিত তিনি । তাঁর শৈশব থেকে যৌবনের দীর্ঘ সময় আসানসোলের জে কে নগরে কেটেছে । পঠনপাঠনও আসানসোলে । প্রথমে আসানসোলের জহরমল জালান স্কুলে ও পরে আসানসোলের বিধানচন্দ্র কলেজে পড়াশুনো করেছেন তিনি ।

উল্লেখ্য, সুরেন্দ্রর সিং আলুওয়ালিয়া এর আগে দুবার সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন । তিনি 2014 সালে দার্জিলিং থেকে এবং 2019 সালে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন । বিজেপি তাঁকে টানা তৃতীয়বারের জন্য প্রার্থী করেছে । যদিও আসানসোলের জন্য সুরিন্দরের অভিজ্ঞতা তেমন ভালো না । 1998 সালে কংগ্রেসের হয়ে তিনি আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন এবং পরাজিত হয়ে তৃতীয় স্থানে চলে গিয়েছিলেন ।

আরও পড়ুন:

  1. আসানসোলের বিজেপি প্রার্থী আলুওয়ালিয়া, লড়াই শত্রুঘ্নর সঙ্গে
  2. নো কোশ্চেন-নো ডিবেট, সংসদে আসানসোল নিয়ে ‘খামোশ’ ছিলেন শত্রুঘ্ন !
  3. 'আসানসোলে প্রার্থী হওয়া নিয়ে কোনও আপত্তি নেই', জেপি নাড্ডার সঙ্গেও কথা পবন সিংয়ের

ABOUT THE AUTHOR

...view details