কলকাতা, 28 ফেব্রুয়ারি: বাড়ানো হল পারমিট নবীকরণ এবং সার্টিফিকেট অফ ফিটনেস করিয়ে নিলে জরিমানা মকুবের মেয়াদ । এই মর্মে পরিবহণ দফতরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে । সরকারি এই নির্দেশিকায় বলা হয়েছে, আগামী 31 মার্চ পর্যন্ত ওয়েভার স্কিমের সুবিধার মেয়াদ বাড়ানো হল। অর্থাৎ, ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে আগামী 31 মার্চের মধ্যে ফিটনেস সার্টিফিকেট বা সিএফ পুনর্নবীকরণ ও পারমিট নবীকরণ করিয়ে নিলে বকেয়া থাকা জরিমানার টাকা মকুব করবে রাজ্য সরকার। আগে এই সুবিধার মেয়াদ ছিল 29 ফেব্রুয়ারি পর্যন্ত ।
সারা রাজ্যে প্রায় দেড় কোটির উপর বিভিন্ন যানবাহন রয়েছে । তার মধ্যে প্রায় সাড়ে 12 লক্ষ গাড়ি রয়েছে যাদের পারমিট এবং সিএফ নবীকরণ করানো নেই । কিন্তু তবুও সেইসব গাড়ি নিয়ে মানুষজন রাস্তায় বেরিয়ে পড়ছেন । তাই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এবং মালিক পক্ষের কথা ভেবেই এই ট্যাক্স ওয়েভার স্কিম চালু করে রাজ্য পরিবহণ দফতর । স্কিমটি ঘোষণা করার সময় পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছিলেন, প্রথম মাসে অর্থাৎ 1 থেকে 30 জানুয়ারির মধ্যে যদি গাড়ির পারমিট নবীকরণ এবং সিএফ করিয়ে নেওয়া হয়, সেই ক্ষেত্রে জরিমানার বকেয়া অর্থ মকুব করে দেওয়া হবে । আর 31 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে পারমিট নবীকরণ করাতে গেলে জরিমানার অর্থের উপরে 80 শতাংশ ছাড় দেওয়া হবে ।