পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

31 মার্চ পর্যন্ত বাড়ল ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির জরিমানা মকুবের সময়সীমা - স্নেহাশিস চক্রবর্তী

Waiver Scheme Extended: ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে 31 মার্চ পর্যন্ত জরিমানা মকুব বা ওয়েভার স্কিমের সময়সীমা বাড়াল রাজ্য পরিবহণ দফতর ৷ এই সময়ে প্রায় 2600 কোটি টাকা জরিমানা মকুব করবে সরকার ৷ এমনটাই ঘোষণা করেছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ৷

Waiver Scheme
জরিমানা মকুবের সময়সীমা

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 3:39 PM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি: বাড়ানো হল পারমিট নবীকরণ এবং সার্টিফিকেট অফ ফিটনেস করিয়ে নিলে জরিমানা মকুবের মেয়াদ । এই মর্মে পরিবহণ দফতরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে । সরকারি এই নির্দেশিকায় বলা হয়েছে, আগামী 31 মার্চ পর্যন্ত ওয়েভার স্কিমের সুবিধার মেয়াদ বাড়ানো হল। অর্থাৎ, ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে আগামী 31 মার্চের মধ্যে ফিটনেস সার্টিফিকেট বা সিএফ পুনর্নবীকরণ ও পারমিট নবীকরণ করিয়ে নিলে বকেয়া থাকা জরিমানার টাকা মকুব করবে রাজ্য সরকার। আগে এই সুবিধার মেয়াদ ছিল 29 ফেব্রুয়ারি পর্যন্ত ।

সারা রাজ্যে প্রায় দেড় কোটির উপর বিভিন্ন যানবাহন রয়েছে । তার মধ্যে প্রায় সাড়ে 12 লক্ষ গাড়ি রয়েছে যাদের পারমিট এবং সিএফ নবীকরণ করানো নেই । কিন্তু তবুও সেইসব গাড়ি নিয়ে মানুষজন রাস্তায় বেরিয়ে পড়ছেন । তাই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এবং মালিক পক্ষের কথা ভেবেই এই ট্যাক্স ওয়েভার স্কিম চালু করে রাজ্য পরিবহণ দফতর । স্কিমটি ঘোষণা করার সময় পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছিলেন, প্রথম মাসে অর্থাৎ 1 থেকে 30 জানুয়ারির মধ্যে যদি গাড়ির পারমিট নবীকরণ এবং সিএফ করিয়ে নেওয়া হয়, সেই ক্ষেত্রে জরিমানার বকেয়া অর্থ মকুব করে দেওয়া হবে । আর 31 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে পারমিট নবীকরণ করাতে গেলে জরিমানার অর্থের উপরে 80 শতাংশ ছাড় দেওয়া হবে ।

রাজ্যের প্রায় 12 লক্ষ গাড়ি থেকে কর পায় পরিবহণ দফতর ৷ এর মধ্যে যেমন রয়েছে ই-রিকশা, নির্মাণের জন্য ব্যবহৃত গাড়ি, মোটর কার, বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি, পণ্যবাহী গাড়ি ৷ এছাড়া প্রায় 35 শতাংশ আরও অন্যান্য যানবাহন রয়েছে । এই সাড়ে 12 লক্ষ গাড়ির মধ্যে প্রায় 8 লক্ষ গাড়ির সার্টিফিকেট অফ ফিটনেস করানো নেই ।

প্রসঙ্গত, এই সাড়ে 12 লক্ষ গাড়ির সিএফ ও পারমিট নবীকরণ বাবদ অর্থ বাকি রয়েছে 2217 কোটি । সময়মতো এগুলি করানো হয়নি বলে এই অংকের উপর জরিমানা করা হয়েছে ৷ সেই জরিমানার পরিমাণ প্রায় 2476 কোটি । অর্থাৎ মূল ও জরিমানার টাকা মিলিয়ে পরিবহণ বিভাগের প্রাপ্ত হল প্রায় 4700 কোটি টাকা । এর মধ্যে 2476 কোটি টাকা মকুব করতে চলেছে রাজ্য পরিবহণ দফতর । সময়সীমার মধ্যে যাতে সবাই এই সুযোগের সদব্যবহার করতে পারে তাই জেলাস্থরে একাধিক কাউন্টার করা হবে । এছাড়াও অনলাইন মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে । জেলাভিত্তিক হেল্পলাইন নম্বর রাখা হবে । এছাড়াও যাতে এ বিষয়ে সাধারণ মানুষজন জানতে পারেন, তাই বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপনও দেওয়া হবে ।

আরও পড়ুন:

  1. জরিমানা পুরোপুরি মুকুব, তবুও কর না দিয়ে 40 হাজার গাড়ি চলাচল আসানসোলে
  2. সাড়ে আট লক্ষ গাড়ির 2600 কোটি টাকা জরিমানা মুকুব, মানতে হবে এই শর্ত
  3. গাড়ি জরিমানায় কয়েক হাজার কোটি টাকা মুকুবের সিদ্ধান্ত পরিবহণ দফতরের

ABOUT THE AUTHOR

...view details