কলকাতা, 22 নভেম্বর:শনিবার দেশের 14টি বিধানসভা আসনে উপনির্বাচনের ফলপ্রকাশ । তার মধ্যে রাজ্যের ছয়টি বিধানসভার উপনির্বাচনেও রয়েছে ভোটগণনা ৷ ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন ৷
গত 13 নভেম্বর সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালডাংরায় সম্পন্ন হয়েছে উপনির্বাচন ৷ 23 নভেম্বর, অর্থাৎ শনিবার তার ভোটগণনা শুরু হবে সকাল আটটা থেকে । নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আনুমানিক বেলা একটার মধ্যে ফলাফল প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ।
ত্রিস্তরীয় নিরাপত্তা: গণনাকেন্দ্রের 200 মিটারে জারি থাকছে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা (ভারতীয় দণ্ডবিধিতে যা ছিল 144 ধারা) ৷ ত্রিস্তরীয় নিরাপত্তার প্রথম স্তরে থাকছে রাজ্য পুলিশ । রাজ্যের লাঠিধারী এবং এএসআই পদাধিকারী পুলিশকর্মীরা সেখানে থাকবেন । এরপর দ্বিতীয় স্তরে থাকবে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী । আর শেষ স্তরে থাকবে কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনী । দ্বিতীয় স্তর হিসেবে যে জায়গাটি চিহ্নিত করা হয়েছে, সেখানে সংবাদমাধ্যমের কর্মীদের সংবাদ পরিবেশন করার জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে ।
মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ: গণনাকেন্দ্রের ভিতর প্রবেশ করার সময় সঙ্গে শুধু রাখা যাবে সাদা কাগজ ও পেন । মোবাইল ফোন এবং বাকি সবকিছু গণনাকেন্দ্রের বাইরে রেখে দিয়ে যেতে হবে । গণনাকেন্দ্রে একমাত্র কাউন্টিং অবজারভার এবং রিটার্নিং অফিসার ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বা মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না । গণনাকেন্দ্রের ভিতরে থাকছে সিসিটিভি, গণনাকেন্দ্রে কোনও রকম ওয়েবকাস্টিং হবে না ।
কী পদ্ধতিতে গণনা: গণনার নিয়ম লোকসভা ও বিধানসভা নির্বাচনের মতোই থাকছে । প্রথমে গণনা হবে পোস্টাল ব্যালট ৷ তারপরে শুরু হবে ইভিএমের ভোটগণনার কাজ । পোস্টাল ব্যালট গোনা হবে মূল ঘরের পাশে একটি ঘরে । স্ট্রংরুম থেকে আনা হবে ইভিএম । সবকটি ইভিএম গণনা হয়ে গেলে তা আসবে কাউন্টিং অবজারভারের টেবিলে । কাউন্টিং অবজারভার এবং রিটার্নিং অফিসার সমস্ত খতিয়ে দেখে তারপর ফলাফল ঘোষণা করবেন ।
স্ট্রং রুমে কড়া নিরাপত্তা: গণনা কক্ষের পাশেই রয়েছে স্ট্রংরুম । এই মুহূর্তে স্ট্রং রুম পাহারা দেওয়ার জন্য এক প্ল্যাটুন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা আছে প্রতিটি স্ট্রংরুমে । এক প্ল্যাটুন অর্থাৎ 24 জন । এই 24 জনকে তিনটে শিফটে আটজন করে ডিউটি করতে হচ্ছে । চলতি বছরের লোকসভা নির্বাচনের সময় থেকে নির্বাচন কমিশন যে নতুন নিয়ম করেছে, তার ফলে যে কোনও রাজনৈতিক দল গণনাকেন্দ্রের 100 মিটারের মধ্যেই তাঁবু খাটিয়ে 24 ঘণ্টা নজরদারি চালাতে পারবে । স্ট্রংরুমে যদি কেউ আসেন, তার জন্য সেখানে সিসিটিভি রাখা আছে । কোনও রাজনৈতিক দল যাতে কোনও রকম অভিযোগ তুলতে না পারে, সেই কারণেই কমিশনের এই সিদ্ধান্ত ।
দলগুলিকে চিঠি কমিশনের: নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই সব রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়ে সকাল 7টার মধ্যে গণনা কেন্দ্রে পৌঁছানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে । স্ট্রং রুমের সিল ও তালা খোলা হবে সব রাজনৈতিক দলের সামনে এবং তা ভিডিয়োগ্রাফিও করা হবে । জানা গিয়েছে যে, যেখানে গণনা হবে সেই ঘরটিতে প্রবেশ দরজা থাকবে মাত্র একটি এবং সেখানে থাকবে না কোনও জানলা । টেবিল, চেয়ার থেকে শুরু করে অন্যান্য ব্যবস্থাও করা হয়েছে ঘরের ভেতরে ।
ছয়টি বিধানসভায় গণনাকেন্দ্রের তথ্য:
সিতাই
গণনাকেন্দ্র: দিনহাটা কলেজ
পোলিং স্টেশন: 300
হল নম্বর 1: 25টি গণনা টেবিল
গণনার রাউন্ড : 12 রাউন্ড গণনা
হল নম্বর 2 : ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম - 3টে কাউন্টিং টেবিল
স্ট্রং রুম: 2টি
মাদারিহাট
গণনাকেন্দ্র: আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়াম
পোলিং স্টেশন: 226
হল নম্বর 1: 28টি গণনা টেবিল
গণনা রাউন্ড: 9 রাউন্ড গণনা
হল নম্বর 2: ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম - 10টি কাউন্টিং টেবিল
স্ট্রং রুম: 2টি
নৈহাটি
গণনাকেন্দ্র: বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম
পোলিং স্টেশন: 210
হল নম্বর 1: 21 গণনা টেবিল
গণনা রাউন্ড: 10 রাউন্ড গণনা
হল নম্বর 1: ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম - 6টি কাউন্টিং টেবিল
স্ট্রং রুম: 1টি
হাড়োয়া
গণনাকেন্দ্র: হাড়োয়া পিজি হাইস্কুল
পোলিং স্টেশন: 279
হল নম্বর 1: 20টি গণনা টেবিল
গণনা রাউন্ড: 14 রাউন্ড গণনা
হল নম্বর 1: ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম - 2টি কাউন্টিং টেবিল
স্ট্রং রুম: 3টি
মেদিনীপুর
গণনা কেন্দ্র: মেদিনীপুর কলেজ
পোলিং স্টেশন: 304
হল নম্বর 2 : 18টি গণনা টেবিল
গণনা রাউন্ড : 17 রাউন্ড গণনা
হল নম্বর 1: ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম - 3টি কাউন্টিং টেবিল
স্ট্রং রুম: 3টি
তালডাংরা
গণনাকেন্দ্র: সিমলাপাল মদনমোহন হাইস্কুল
পোলিং স্টেশন: 264টি
হল নম্বর 3: 24টি গণনা টেবিল
গণনা রাউন্ড: 11 রাউন্ড গণনা
হল নম্বর 2: ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম - 7টি কাউন্টিং টেবিল
স্ট্রং রুম: 2টি