বোলপুর, 4 অক্টোবর:পুলিশ নিরাপত্তা দিতে পারছে না, তাই বারবার পিছিয়ে যাচ্ছে বিশ্বভারতীর সমবায় ব্যাঙ্কের নির্বাচন । এমনই অভিযোগ গ্রাহক ও লগ্নিকারীদের ৷ আরজি কর আবহে পুলিশের ভূমিকা ও চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তখন বিশ্বভারতীর সমবায় ব্যাঙ্কের নির্বাচনে পুলিশ নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়েছে । শুক্রবার নির্বাচনের দাবিতে শান্তিনিকেতন থানায় ডেপুটেশন দিল গ্রাহক ও লগ্নিকারীরা ৷
লগ্নিকারীদের মধ্যে সুব্রত মণ্ডল বলেন, "বিশ্বভারতীর সামান্য একটি সমবায় নির্বাচন । যেখানে কর্মীরা ও লগ্নিকারীরা ভোট দেন৷ যা শান্তিপূর্ণ ভাবেই হয় ৷ সেই নির্বাচনে আরজি করের জন্য নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলছে পুলিশ । লোকসভা-বিধানসভা সব নির্বাচন হচ্ছে, সমবায় নির্বাচন হচ্ছে ৷ আর বিশ্বভারতীর মতো জায়গায় সমবায় নির্বাচন হচ্ছে না ৷ আমরা শান্তিনিকেতন থানায় ডেপুটেশন দিয়ে আবারও জানালাম ।"
বিশ্বভারতীর সমবায় ব্যাঙ্কের নির্বাচনে পুলিশের কাছে লগ্নিকারীরা (নিজস্ব ছবি) এ দিকে পুলিশের শীর্ষ আধিকারিক জানান, কেন নিরাপত্তা দেওয়া যাবে না, সেই বিষয়টি আমরা লিখিত আকারে জানিয়ে দিয়েছি বিশ্বভারতীর সমবায় ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ৷
1927 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময় বিশ্বভারতীতে স্থাপিত হয় সমবায় ব্যাঙ্ক ৷ এই ব্যাঙ্কের বেশিরভাগ গ্রাহক ও লগ্নিকারী বিশ্বভারতীর কর্মী, আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকা । মূলত, তাঁদেরই অ্যাকাউন্ট রয়েছে, তাঁদেরই লগ্নি রয়েছে । অভিযোগ, দীর্ঘ 4 বছর ধরে এই সমবায় ব্যাঙ্কে নির্বাচন হচ্ছে না ৷ ফলে একাধিক সমস্যা হচ্ছে ৷ গ্রাহক পরিষেবায় বিঘ্ন তো ঘটছেই । পাশাপাশি, লগ্নিকারীরা তাদের প্রাপ্য লভ্যাংশ থেকে বঞ্চিত হচ্ছেন । অথচ, যাঁরা ঋণ নিয়েছেন, তাদের অর্থ পরিশোধ করতে হচ্ছে ৷
বিশ্বভারতীর সমবায় ব্যাঙ্কের নির্বাচনে পুলিশের কাছে লগ্নিকারীরা (নিজস্ব ছবি) অভিযোগ, সদ্য নির্বাচন হওয়ার কথা ছিল । সেই মতো দিন ঠিক হচ্ছিল ৷ কিন্তু, পুলিশ ও প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছিল আরজি কর আবহে এই মুহূর্তে নির্বাচনের জন্য নিরাপত্তা দেওয়া সম্ভব নয় ৷ এতেই রীতিমতো ক্ষুব্ধ গ্রাহক ও লগ্নিকারীরা । আরজি কর কাণ্ডের পর রাজ্যজুড়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । চিকিৎসকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে ।
সেই আবহে বিশ্বভারতীর সমবায় ব্যাঙ্কের সামান্য একটি নির্বাচনে পুলিশ নিরাপত্তা দিতে পারবে না বলে জানানোয়, প্রশ্ন উঠেছে কেন পুলিশ নিরাপত্তা দিতে পারবে না ? এই মর্মে এদিন শান্তিনিকেতন থানায় ডেপুটেশন দিল বিশ্বভারতীর সমবায় ব্যাঙ্কের গ্রাহক ও লগ্নিকারীরা ।