কলকাতা, 27 অগস্ট: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র কলকাতা ৷ মহানগরের বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের মিছিল হয় ৷ আন্দোলনকারীদের আটকাতে হেস্টিংস, ফোর্ট উইলিয়াম চত্বর-সহ বিভিন্ন এলাকায় ব্যারেকড তৈরি করেছিল কলকাতা পুলিশ ৷ কিন্তু আন্দোলনকারীদের একাধিক জায়গায় ব্যারিকেড ভাঙার চেষ্টা করতে দেখা যায় ৷
নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র কলকাতা, চলল জলকামান-টিয়ার গ্যাস, ভাঙল ব্যারিকেড (ইটিভি ভারত) আন্দোলনকারীদের আটকাতে অনেক জায়গাতেই জলকামান ছোড়া হয় ৷ টিয়ার গ্য়াসও ছোড়া হয় পুলিশের পক্ষ থেকে ৷ লাঠিচার্জও করা হয় বলে অভিযোগ ৷ এতে অনেক আন্দোলনকারী আহত হয়েছেন ৷ অনেক জায়গায় পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়তে দেখা যায় ৷ তাতে একাধিক পুলিশ কর্মী আহত হন ৷
নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র কলকাতা (নিজস্ব চিত্র) কলকাতার বিভিন্ন জায়গা থেকে একাধিক আন্দোলনকারীকে আটকও করে পুলিশ ৷ তবে সংখ্যাটা ঠিক কত, তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি ৷
নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র কলকাতা (নিজস্ব চিত্র) উল্লেখ্য, গত 9 অগস্ট কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে এক চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয় ৷ অভিযোগ, ধর্ষণের পর খুন করা হয় ওই চিকিৎসককে ৷ সেদিন থেকেই এই নিয়ে প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে ৷ প্রথমে তা আরজি করের জুনিয়র ডাক্তাররা শুরু করলেই ক্রমে তা ছড়িয়ে পড়েছে কলকাতা, বাংলার সীমানা ছাড়িয়ে সারা বিশ্বের ৷ সমাজের সর্বস্তরের মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন ৷
নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র কলকাতা (নিজস্ব চিত্র) এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা ৷ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে ৷ সেই দাবিতেই মঙ্গলবার নবান্ন অভিযান করে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ৷ এই নিয়েই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে কলকাতায় ৷ একই পরিস্থিতি তৈরি হয় হাওড়াতে ৷ কারণ, সেদিক থেকেও নবান্ন অভিযান করা হয় সংগঠকদের তরফে ৷