নন্দীগ্রাম, 23 জুন: নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের হরিপুর প্রিয়ানগরী কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে উত্তেজনা ৷ অভিযোগ সমবায় সমিতির নির্বাচনে বিজেপির জয়ের পরেই এক দলীয় কর্মীকে গ্রেফতারের চেষ্টা করে পুলিশ ৷ তৃণমূল নেতাদের কথাতেই পুলিশ এই কাজ করছিল বলে অভিযোগ ৷ দলীয় সতীর্থ গ্রেফতারে বাধা দেন বিজেপি কর্মীরা। স্বভাবতই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ৷ যদিও, পরে ওই বিজেপি কর্মীকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে ৷ পুলিশের তরফে আইনশৃঙ্খলা সংক্রান্ত কারণেওই বিজেপি কর্মীকে গ্রেফতার করা হচ্ছিল বলে জানানো হয়েছে ৷ সেই অভিযোগ মিথ্যে বলে দাবি করেছে বিজেপি নেতৃত্ব ৷
উল্লেখ্য, আজ হরিপুর প্রিয়ানগরী কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল ৷ যেখানে 12টি আসনের মধ্যে 11টিতে বিজেপি জয়লাভ করে ৷ একটি আসনে তৃণমূলের প্রার্থী জেতেন ৷ ওই সমবায় সমিতিতে মোট 555 জন ভোটার ছিলেন ৷ 545টি ভোট পড়েছে ৷ অভিযোগ এদিন বিজেপি সমবায় সমিতি নির্বাচনে জেতার পরেই পুলিশ এক বিজেপি কর্মীকে গ্রেফতার করতে যায় ৷ যা দেখে সেখানে উপস্থিত বিজেপির অন্যান্য নেতা-কর্মীরা বাধা দেয় ৷ এরপরেই পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে একপ্রকার হাতাহাতি শুরু হয়ে যায় ৷