কলকাতা, 29 জানুয়ারি: স্টিয়ারিং হাতে মহানায়ক উত্তম কুমার । আর তাঁর পাশে সুপ্রিয়া দেবী । এগিয়ে চলেছে গাড়ি । 'শুধু একটি বছর' ছবির এই দৃশ্য আজও রয়ে গিয়েছে দর্শকদের মনের মণিকোঠায় । 1935 সালের এই গাড়ি ব্যবহার করতেন সাহেবরা । সাহস দেখিয়ে সেই গাড়ি কিনেছিলেন এক বাঙালি । সেই বাঙালিবাবুর গাড়ি দেখে তো অবাক মহানায়ক । ফলে সেই গাড়ি ব্যবহার করেই হল মহানায়কের ফিল্ম । যা তৈরি হয়েছে 1966 সালে । কিন্তু আজও ওই গাড়ি সযত্নে রেখে দিয়েছেন সৌখিন সেই বাঙালিবাবুর নাতি রণজিৎ গুপ্ত । ভিনটেজ সেই গাড়ি সাধারণ মানুষ যাতে কাছ থেকে চাক্ষুস করতে পারেন, ছুঁয়ে দেখতে পারেন, তারই সুযোগ করে দিল লেক ক্লাব ।
রবিবার লেক ক্লাব একটি প্রদর্শনীশালার আয়োজন করে । যেখানে রাখা ছিল পুরনো দিনে ব্যবহৃত কেতাদুরস্ত নানা গাড়ি । থরে থরে সাজানো সেই গাড়ির মধ্যে কোনওটি আবার সেই 1913 সালের ৷ তার সঙ্গে ছিল পুরনো দিনের মোটরবাইকও ।
এই প্রদর্শনী করার নেপথ্যের কারণ হিসাবে ক্লাবের সম্পাদক জানান, "এমন বহু মানুষ আছেন, যাঁদের কাছে পুরনো দিনের গাড়ি রয়েছে । তবে তা নিয়ে বর্তমানে করার কিছু নেই । তাই আমরা এখানে একদিন প্রদর্শন করার জন্য ব্যবস্থা করেছি । যার ফলে তাঁদের গাড়ি বহু মানুষ দেখতে পারেন ।"