পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাস্তা চাই, ভোট বয়কটের ডাক পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম গেন্দংয়ের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Vote Boycott in Kalimpong: রাস্তা না হলে ভোট নয় ৷ দার্জিলিং লোকসভায় ভোট 26 এপ্রিল ৷ তার দু'দিন আগে ভোট বয়কটের ডাক দিলেন কালিম্পং জেলার অন্তর্গত গেন্দং গ্রামের বাসিন্দারা ৷

Vote Boycott in Gendong, Kalimpong
রাস্তা চাই, ভোট বয়কটের ডাক পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম গেন্দংয়ের

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 11:00 PM IST

রাস্তা চাই, ভোট বয়কটের ডাক পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম গেন্দংয়ের

কালিম্পং, 24 এপ্রিল:কালিম্পং শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম গেন্দং ৷ প্রায় শতাধিক বাড়ি রয়েছে এই গ্রামে, যার মধ্যে হাজারো লোকের বাস ৷ তাঁদের মধ্যে থেকে প্রায় 450 জনের ভোট দেওয়ার কথা এবারের লোকসভা নির্বাচনে ৷ দার্জিলিং লোকসভা কেন্দ্রের এইসব ভোটারদের প্রধান দাবি রাস্তা ৷ সেই রাস্তা না হওয়ায় ভোট থেকে বিরত থাকতে চলেছেন এখানকার বাসিন্দারা ৷

গ্রামবাসী সোমবাহাদুর ছেত্রী বলেন, "বর্ষার সময় নদী পার করা যায় না ৷ গেন্দংবাসী খুব সমস্যার মধ্যে রয়েছে ৷ এদিক-ওদিক যাওয়ার রাস্তা নেই ৷ অসুস্থ হলে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয় ৷ এই পাহাড়ি ঝোরোর উপর দিয়ে ছেলেমেয়েরা সিকিমে স্কুলে যায় ৷ বৃষ্টির সময় বাঁশের সাঁকো দিয়ে পারাপার করতে খুবই সমস্যা হয় ৷"

যেখানে উন্নয়ন ও অগ্রগতির জোয়ারে মাথা তোলার জো নেই সেখানে ব্যতিক্রমী এই গ্রাম ৷ বছরের পর বছর ধরে নেই রাস্তা ৷ শহর থেকে অনেকটা দূরে অবস্থিত তাই সরকারি পরিষেবা থেকেও বঞ্চিত গ্রামবাসীরা ৷ রাস্তার না থাকার ফলে তাদের কাছে পৌছয় না বার্ধক্য ভাতা থেকে লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরকারি প্রকল্লের সুবিধাগুলিও ৷

খাবার থেকে যে কোনও জিনিস গ্রামে আনার জন্য ভরসা বলতে বাঁশের সাঁকো ৷ এই সাঁকো পেরিয়েই নিত্যদিন ছোট ছেলেমেয়েদের স্কুল থেকে বয়স্কদের চিকিৎসা করাতে যেতে হয় ৷ নীচে বইছে পাহাড়ি ঝোরো, উপর রয়েছে বাঁশের সাঁকো ৷ ফলে বর্ষাকালে ঝোরোর জল বেড়ে বেহাল অবস্থা হয় গ্রামবাসীদের ৷ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বাকি দুনিয়ার সঙ্গে গেন্দং গ্রামের ৷

গ্রামবাসী চন্দ্রকলা থাপার কথায়, "রাস্তা না থাকায় খুব সমস্যা পোহাতে হয় আমাদের ৷ তিন-চারমাসের রেশন একেবারে এনে মজুত করে রাখতে হয় বাড়িতে ৷ বৃষ্টির সময় ঝোরোর জল বেড়ে যাওয়ায় রাস্তা দিয়ে যাওয়া যায় না ৷ বাচ্চাদের স্কুল যাওয়া বন্ধ হয়ে যায় ৷ কেউ যদি অসুস্থ হয়ে পরে স্টেচারে করে বাঁশের সাঁকোর উপর দিয়ে নিয়ে যেতে হয় ৷ ঝোরোর জল বেড়ে গেলে বাড়িতেই রাখতে হয় ৷"

নবম শ্রেণির ছাত্রী মুসকান গুরুং বলে, "রাস্তা নেই, তাই হেঁটে স্কুলে যাই ৷ বৃষ্টির সময় সাঁকো পেরতে খুব সমস্যা হয় ৷ জামাকাপড়, বইখাতা সব ভিজে যায় ৷ পড়াশোনার ক্ষেত্রে আরও সমস্যা হয় ৷ আমাদের এখানে রাস্তার খুব দরকার ৷ রাস্তা হলে আমাদের খুব ভালো হবে ৷"

গ্রামবাসীদের দাবি, বছরের পর বছর ধরে নির্বাচন আসে যায় রাস্তার স্বপ্ন অধরাই রয়ে যায় ৷ প্রতিটি নির্বাচনের আগে কেবল প্রতিশ্রুতির ডালি নিয়ে হাজির হন রাজনৈতিক নেতা থেকে প্রশাসকরা ৷ সেই প্রতিশ্রুতিতে ভোট চলে গেলে আর কোনও কাজ হয় না ৷ এবার তাই গ্রামবাসীদের চায় লিখিত আশ্বাস ৷ নইলে তারা আর এবারে ভোট কেন্দ্রমুখী হচ্ছেন না ৷

গ্রামবাসী লক্ষ্মণ কাঁকি বলেন, "আমাদের রাস্তার দাবি বহুদিনের ৷ নেতারা ভোটের সময় আসেন আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যান ৷ আমরা সাংসদ ও বিধায়ক সকলকে লিখিতভাবে জানিয়েছি ৷ কোনও কাজ হয়নি ৷ ভোট জেতালে রাস্তা হবে বলেছিল, এতবার ভোটে জেতালাম তারপরেও রাস্তা হল না ৷ এবারে তাই আমরা আর ভোট দেব না ৷ প্রয়োজনে পরের বিধানসভা থেকে পঞ্চায়েত নির্বাচনও বয়কট করব ৷"

সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, নির্মীয়মান জাতীয় সড়ক 717 থেকে মাত্র 2 কিমি দূরে অবস্থিত গেন্দং গ্রাম ৷ তবুও গেন্দংয়ের সঙ্গে কোনও সংযোগ রাস্তা নেই জাতীয় সড়কের । তাই এই ক্ষোভ থেকেই গ্রামের প্রথমবার ভোট দেবে এমন 10 জন-সহ বাকিরা 26 এপ্রিল আসন্ন নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ৷ তারা রাস্তা নয় তো ভোট নয়-এর স্লোগান তুলছেন ।

আরও পড়ুন:

  1. শুক্রবার বস্তারে ভোট বয়কট! 'কাদের জন্য নেতা তৈরি করা হবে ?' দেওয়ালে লিখল মাওবাদীরা
  2. প্রতিশ্রুতিই সার ! পুনর্বাসন না পেলে ভোট বয়কটের পথে গঙ্গা ভাঙনের দুর্গতরা
  3. জিটিএ নির্বাচনের পরও অনিত থাপার এলাকায় রাস্তা না হওয়ার অভিযোগ, ভোট বয়কটের ডাক

ABOUT THE AUTHOR

...view details