কলকাতা, 3 আগস্ট: রাজভবনের লকারে থাকা ব্যক্তিগত নথি ফেরত পেতে আবেদন নির্যাতিতার ৷ এনিয়ে রাজভবন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন তিনি ৷ অভিযোগকারী নির্যাতিতা সপ্তাহ দেড়েক আগেই রাজভবনের বাইরে স্টাফ কোয়ার্টার থেকে নিজের জিনিসপত্র বের করে নিয়ে গিয়েছেন ৷ এবার রাজভবনের ভিতরে লকারে থাকা ব্যক্তিগত নথি ফেরত চেয়ে চিঠি পাঠালেন তিনি ৷ সূত্রের খবর, রাজভবনের উত্তর গেটে কলকাতা পুলিশের তরফে যে 'আবেদন-নিবেদন কিংবা চিঠি' জমা দেওয়ার কাউন্টার রয়েছে, সেখানেই নিজের আবেদনপত্র জমা দিয়েছেন অভিযোগকারী নির্যাতিতা ৷
গত মে মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটের প্রচারে রাজ্যে এসেছিলেন ৷ থেকে ছিলেন রাজভবনে ৷ কিন্তু, প্রধানমন্ত্রী রাজভবনে প্রবেশের আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন রাজভবনের ইপিবিএক্সে কর্মরত এক অস্থায়ী মহিলা কর্মী ৷ যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যায় ৷ শাসক-বিরোধী আক্রমণ, পাল্টা আক্রমণ এবং রাজ্যপালের তরফে সাফাই পর্ব চলে ৷ রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও ৷