পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের জন্য 20 ঘন্টা চলবে ভেসেল পরিষেবা - GANGASAGAR MELA

মুড়িগঙ্গা নদীতে নাব্যতা বাড়ানোর জন্য চলছে ড্রেজিং। সমস্ত দিক খতিয়ে দেখতে জেলার সমস্ত উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন জেলাশাসক সুমিত গুপ্তা।

Gangasagar Mela
পুণ্যার্থীদের জন্য 20 ঘন্টা চলবে ভেসেল পরিষেবা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2024, 6:57 PM IST

আলিপুর, 30 ডিসেম্বর: অপেক্ষা আর মাত্র কয়েকদিনের ৷ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে দফায় দফায় জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। পুণ্যার্থীদের সুবিধার্থে বাড়ানো হয়েছে স্নানঘাটের সংখ্যা। এবার জানা গেল আগের থেকে বেশি সময় ধরে চলবে ভেসেল। দিনের মধ্যে 18 থেকে 20 ঘণ্টাই মিলবে পরিষেবা।

প্রতিবছর মুড়িগঙ্গা নদীতে পলি জমে যাওয়ার কারণে ভেসেল পরিষেবা বিঘ্নিত হয়। এর ফলে ঘন্টার পর ঘন্টা ঘাটগুলিতে আটকে থাকতে হয় ভেসেল গুলিকে ৷ পুণ্যার্থীদের সেই অসুবিধার কথা মাথায় রেখে এবার গঙ্গাসাগর মেলাকে ঢেলে সাজানো হচ্ছে। মুড়িগঙ্গা নদীতে নাব্যতা বাড়ানোর জন্য চলছে ড্রেজিং-এর কাজ। সমস্ত দিক খতিয়ে দেখতে সোমবার দক্ষিণ 24 পরগনা জেলার সমস্ত উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন জেলাশাসক সুমিত গুপ্তা। এই বৈঠকে গঙ্গাসাগর মেলার নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত দিক খতিয়ে দেখা হয়।

পুণ্যার্থীদের জন্য 20 ঘন্টা চলবে ভেসেল পরিষেবা (ইটিভি ভারত)

গঙ্গাসাগর মেলা ড্রেজিং-এর কাজ দেখে জেলাশাসক বলেন, "এ বছর পুণ্যার্থীদের সুবিধার জন্য 18 থেকে 20 ঘন্টা চলবে ভেসেল পরিষেবা। কুয়াশা থাকার কারণে বিভিন্ন সময় পুণ্যার্থীদের ভেসেল দিক নির্ণয় না করতে পেরে চড়ায় গিয়ে আটকে পড়ে। এর জেরে সমস্যার মধ্যে পড়তে হত পূর্যার্থীদের ৷ সেই সমস্যা সমাধানে ফগ লাইট এবং ইসরোর অত্যাধুনিক ব্যবস্থার গঙ্গাসাগর মেলায় থাকছে। পাশাপাশি বাবুঘাট থেকে কচুবেড়িয়া পর্যন্ত থাকছে কন্যাশ্রীদের জন্য বাফার জোন। পুণ্যার্থীদের সুবিধার্থে থাকছে 21টি জেটি 9টি অত্যাধুনিক বার্জ থাকছে 35টি ভেসেল। পুণ্যার্থীদের যাতায়াতের জন্য 16টি বাফার জোন।"

তিনি আরও বলেন, "গঙ্গাসাগর মেলার জন্য থাকছে পাঁচটি অস্থায়ী হাসপাতাল। থাকবে এয়ার অ্যাম্বুলেন্স এবং ওয়াটার অ্যাম্বুলেন্স। মেলার কথা মাথায় রেখে নিচ্ছিদ্র নিরাপত্তা বলায় তৈরি করেছে জেলা পুলিশ।" এ বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও নালাঘাট জানান, গঙ্গাসাগর মেলার জন্য উচ্চপদস্থ আধিকারিক-সহ প্রায় 1150 পুলিশ কর্মী মোতায়েন থাকবেন। সিসিটিভির মাধ্যমে চলবে নজরদারি ৷

এছাড়াও মেগা কন্ট্রোল রুম থেকে শুরু করে আকাশ পথের ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি। পাশাপাশি, জলপথে নজরদারি চালানো হবে স্পিডবোট এবং হোভার ক্যাপ্টের মাধ্যমে। গঙ্গাসাগর মেলা অগ্নিকাণ্ডের ঘটনা যাতে না ঘটে সেই জন্য অস্থায়ী দমকল কেন্দ্র নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। গঙ্গাসাগর মেলার জন্য বাড়ানো হয়েছে লোকাল ট্রেন পরিষেবা শিয়ালদা দক্ষিণ শাখায় চলবে 71টি বেশি লোকাল ট্রেন। সব মিলিয়ে সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলা পরিচালনার করার ক্ষেত্রে বদ্ধপরিকর জেলা প্রশাসন।

ABOUT THE AUTHOR

...view details