কোচবিহার, 10 মে: পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাঁকে সাসপেন্ড করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্দরে। যদিও এই বিষয় নিয়ে কেউ কোনও রকম প্রতিক্রিয়া দিতে চায়নি ৷
পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিখিলচন্দ্র রায় কিংবা রেজিস্ট্রার আব্দুল কাদের সাফেলি। গত 24 এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল কাদের সাফেলিকে বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিষয় অনিয়মের অভিযোগ তুলে শোকজ করেন উপাচার্য নিখিলেশচন্দ্র রায় । সাত দিনের মধ্যে সেই শোকজের উত্তর দেওয়ার কথা বলা হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, উত্তর আশানুরূপ না হওয়ায় বৃহস্পতিবার তাঁকে সাসপেন্ড করা হয়েছে।
প্রসঙ্গত, মাস ছয়েক আগে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বতী উপাচার্য হিসাবে নিখিল রায়কে নিয়োগ করেন বাংলার রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে উপাচার্য ও রেজিস্ট্রারের মধ্যে বিরোধ চলছিল। লোকসভা নির্বাচন ঘোষণার আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আক্রমণ করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। এরপর বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই এই কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের অনুমতি দেয়নি রাজ্য সরকার। সূত্রের খবর, এই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও উপাচার্যের বিরোধ চরমে ওঠে।