পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আয় বৃদ্ধিতে জোর পুরনিগমের, কর-সহ নানা পরিষেবা ফি বাড়তে চলেছে কলকাতায় - KMC

কলকাতা পুরনিগমের তরফে নানা খাতে কর বা ফি বাড়ানো হতে পারে 5 শতাংশেরও বেশি । এমনটাই প্রস্তাব দেওয়া হয়েছে 2025-2026 অর্থবর্ষের বাজেটে ।

Kolkata municipal corporation
কর-সহ নানা পরিষেবা ফি বৃদ্ধি করতে চলেছে কলকাতা পুরনিগম (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2025, 4:51 PM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি:আগামী আর্থিক বছরে আয় বৃদ্ধিতে জোর দিতে চলেছে কলকাতা পুরনিগম ৷ যার জেরে কর-সহ নানা পরিষেবা ফি বাড়তে চলেছে মহানগরে ৷ 2025-2026 অর্থবর্ষের পুর বাজেটে এমনই আভাস পাওয়া গিয়েছে ৷

কেন্দ্রের বিভিন্ন প্রকল্প থেকে আন্তর্জাতিক তহবিলের টাকা পাওয়ার শর্ত থাকে জল-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবায় কর আরোপ করা । তবে তৃণমূল পরিচালিত বোর্ড নাগরিক স্বার্থে সেই কর আরোপ করে না বলে দাবি করা হয় । উন্নয়নমূলক কাজ ও পরিষেবা সচল রাখতে অর্থের পর্যাপ্ত যোগান দরকার । সময়ের সঙ্গে বেড়েছে ব্যয় । সেই ব্যয়ের সঙ্গে আয়ের সমতা বজায় রাখতে এবার বিভিন্ন খাতে ফি বৃদ্ধির পথে হাঁটতে চলেছে কলকাতা পুরনিগম ।

পুরনিগম সূত্রে খবর, নানা খাতে কর বা ফি বাড়তে পারে 5 শতাংশেরও বেশি । বহুতল নির্মাণের ক্ষেত্রে নানা ধরনের ফি আছে, যা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে 2025-2026 অর্থবর্ষের বাজেটে । বিনোদন খাতেও বাড়বে ফি । কলকাতার বহু মাঠে টার্ফ তৈরি করে খেলা হয়, সেখান থেকে কলকাতা পুরনিগম এতদিন কোনও বিনোদন ফি নিত না । এবার সেটা ফিয়ের আওতায় আনা হচ্ছে ।

একইভাবে গঙ্গায় ভ্রমণ করা বা পার্টি করার ক্ষেত্রে বিনোদন কর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুরনিগম । সার্টিফিকেট অব এনলিস্টমেন্ট বা লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে এবার চার্জ বৃদ্ধি করছে কর্তৃপক্ষ । পরিবেশ আদালতের নিয়ম মেনে বাণিজ্যিক ক্ষেত্রে জঞ্জাল সাফাইয়ের যে চার্জ, সেটাও 5 শতাংশ বৃদ্ধি করা হবে ।

যত দিন পার হয়েছে, ততই আড়ে বহরে বেড়েছে কলকাতার সীমানা । বেড়েছে পরিষেবা দেওয়ার পরিধি । তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে খরচ । ফলে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ মনে করছে, বিপুল খরচ যেমন বেড়েছে, তেমন আয় করার প্রয়োজন । তবে নাগরিক স্বার্থের পরিপন্থী যাতে না হয় সেই দিকে তাকিয়েই বিকল্প আয়ের পথ খোঁজ করে ব্যয়ের সঙ্গে ভারসাম্য রক্ষার চেষ্টা করা হয়েছে বাজেটে ।

কলকাতা পুরনিগমের লাইসেন্স বিভাগ নতুন লাইসেন্স দেওয়া ও পুনর্নবীকরণের মাধ্যমে এখনও পর্যন্ত আয় করেছে 48 কোটি টাকা, যা চলতি অর্থবর্ষের শেষে 62 কোটি টাকা হবে বলে আশা করছেন পুর আধিকারিকরা । আগামী অর্থবর্ষে লাইসেন্স ফিয়ের মাধ্যমে উপার্জনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 80 কোটি টাকা । পার্কিং খাতে এখনও পর্যন্ত 13 কোটি 46 লক্ষ টাকা ফি বাবদ আয় হয়েছে । চলতি অর্থবর্ষের শেষে এই আয় 21 কোটি টাকায় গিয়ে পৌঁছবে বলে আশা করছেন আধিকারিকরা । পার্কিং খাতে আগামী অর্থবর্ষে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 30 কোটি টাকা ।

এই প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "আগামী বছরে কলকাতা পুর সংস্থার সার্বিক উন্নয়নের গতি অব্যাহত থাকবে ৷ আমরা নাগরিকদের কাছে আমাদের প্রিয় শহরটিকে সবুজ, পরিচ্ছন্ন এবং গতিশীল করে হাজির করতে প্রতিজ্ঞাবদ্ধ ৷ যাতে যে কোনও মানুষ এখানে নিশ্চিন্তভাবে ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে জীবনযাপন করতে পারেন । সেই স্বার্থেই যেখানে প্রয়োজন, সেখানে বাজেট বরাদ্দ করা হয়েছে । যেখানে প্রয়োজন সেখানে ফি বৃদ্ধি করা হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details