পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাঘাযতীন-কাণ্ডের জের, সোমে একগুচ্ছ নির্দেশিকা আনছে পুর ও নগরোন্নয়ন দফতর - BAGHAJATIN BUILDING COLLAPSE

বাঘাযতীনে ফ্ল্যাট বাড়ি হেলে পড়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে সোমবার একগুচ্ছ নির্দেশিকা জারি করতে চলেছে পুর ও নগরোন্নয়ন দফতর ৷

ETV BHARAT
একগুচ্ছ নির্দেশিকা আনছে পুর ও নগরোন্নয়ন দফতর (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jan 19, 2025, 4:04 PM IST

কলকাতা, 19 জানুয়ারি:বাঘাযতীন এলাকার বিদ্যাসাগর কলোনিতে সম্প্রতি একটি চারতলা ফ্ল্যাট বাড়ি হেলে পড়ার ঘটনায় চোখ খুলল পুর ও নগরোন্নয়ন দফতরের । এই ঘটনা থেকে শিক্ষা নিয়েই বেশ কয়েকটি নির্দেশিকা জারি হতে চলেছে সব পুরসভার জন্য । সোমবার পুর ও নগরোন্নয়ন দফতর সেই নির্দেশিকা জারি করবে বলে খবর ।

সম্প্রতি বাঘাযতীন এলাকায় আস্ত একটা চারতলা ফ্ল্যাট বাড়ি হেলে পড়ে । মাটি থেকে ওই বহুতলের একাংশের ভিত উপড়ে বেরিয়ে আসে । সারা জীবনের সঞ্চয় দিয়ে কেনা ফ্ল্যাট । ওই বাড়ির পরিণতির জেরে আটটি ফ্ল্যাটের আবাসিকদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে । স্থানীয়দের দাবি, ওই জায়গায় আগে জলা ছিল । সেটি ভরাট হয়ে বেশ কয়েক বছর টালির চালের ঘর ছিল । 2012 নাগাদ মাথা তুলতে শুরু করে বহুতল । 2015 সালে চারতলা বাড়ির আটটি ফ্ল্যাট মালিকদের হস্তান্তর করা হয় ।

বাঘাযতীনে বহুতল হেলে পড়ার ঘটনা থেকে শিক্ষা নিল রাজ্য (নিজস্ব চিত্র)

প্রায় নতুন সেই ফ্ল্যাটবাড়ি আচমকাই মাস দুই আগে সামান্য হেলে যায় । সেই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ফ্ল্যাটের আবাসিকরা । প্রোমোটারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি হরিয়ানার সংস্থাকে লিফটিং করার কাজ দেন । সেই কাজের ত্রুটির জেরেই বিপর্যয় নেমে আসে । এই ঘটনার পরই তৃণমূল কাউন্সিলর ও পুরনিগমের বোর্ডকে কাঠগড়ায় দাঁড় করায় বিরোধী সিপিএম থেকে শুরু করে কংগ্রেস ও বিজেপি । শুরু হয় রাজনৈতিক তরজা ।

এই ঘটনা থেকেই এবারও শিক্ষা নিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । তিনি নিজেই রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী । আগামিকাল পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে সমস্ত পুরসভা ও পুরনিগমগুলির জন্য বেশকিছু নির্দেশিকা জারি করতে চলেছেন তিনি । পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, এবার থেকে সমস্ত পুর এলাকায় বহুতল নির্মাণের ক্ষেত্রে মাটির চরিত্র পরীক্ষা ও তার রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামুলক হতে চলেছে । মাটি পরীক্ষার পরবর্তী সময় থেকে ফ্ল্যাটের শেষ কাজ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে ইঞ্জিনিয়ারদের নজরদারি রাখতে হবে । কে নির্মাণ কাজ করছে বা এই ধরনের কোনও লিফটিং করার কাজের জন্য কোম্পানির ক্রেডেন্সিয়াল দেখে তবেই সেই পুরসভা অনুমতি দেবে । এই ধরনের বেশকিছু নির্দেশিকা জারি হতে চলেছে প্রত্যেক পুরসভার জন্য ।

বহুতলের ভিত উপড়ে যায় (নিজস্ব চিত্র)

এই বিষয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "সোমবার এই নির্দেশিকা জারি হবে পুর ও নগরোন্নয়ন দফতরের থেকে । এই ধরনের সিদ্ধান্ত পঞ্চায়েতগুলি যদি মনে করে নিতে পারে । কারণ পঞ্চায়েত এলাকায় এখন অনেক সংখ্যায় বহুতল নির্মাণ হতে দেখা যাচ্ছে । এছাড়াও অভিযুক্ত সংস্থা সম্পর্কে তিনি জানান, সব থেকে বড় অন্যায় করেছে প্রোমোটার ও লিফটিং সংস্থা । মাটি পরীক্ষা ছাড়াই এতবড় বাড়ি নির্মাণ করেছে । লিফটিংয়ের কাজ করছে কোনও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছাড়াই । এই সমস্ত প্রবণতা আটকাতেই নতুন কিছু নির্দেশিকা জারি করা হচ্ছে রাজ্যের সমস্ত পুর এলাকাগুলিতে ।"

ABOUT THE AUTHOR

...view details