কলকাতা, 21 মে: কলকাতা মেট্রো গ্রিন লাইনের লাইন 1-এর পরে মঙ্গলবার থেকে গ্রিন লাইনের লাইন 2-তেও চালু হয়ে গেল ইউপিআই টিকিট পরিষেবা। কলকাতা মেট্রো নেটওয়ার্কের গ্রিন লাইন 2-তে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই চারটি স্টেশনে টিকিট কাটার সময় এবং স্মার্ট কার্ড রিচার্জ করার সময় সঙ্গে খুচরা পয়সা না থাকলে আর কোনও চিন্তা নেই, কারণ লাইন ওয়ানের মতো এই চারটি স্টেশনে এদিন থেকেই ইউপিআই-এর মাধ্যমে টিকিট কাটা এবং স্মার্ট কার্ড রিচার্জ করার পরিষেবা চালু হয়ে গেল। এমনকী স্মার্ট অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিনেও এই ইউপিআই-এর মাধ্যমে স্মার্ট কার্ড রিচার্জ করা যাবে।
এবার কলকাতা মেট্রো নেটওয়ার্কের গ্রিন লাইনের সবকটি স্টেশনেই চালু করা হল ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই ব্যবস্থা। ইউপিআই-র মাধ্যমে এবার খুব সহজেই টিকিট কেটে নিতে পারবেন মেট্রো যাত্রীরা। শহরবাসীর পরিবহণ ব্যবস্থাকে আরও সুগম করে তুলতে একের পর এক সম্প্রসারণ করা হচ্ছে মেট্রো নেটওয়ার্ক। তবে সঙ্গে যদি খুচরো টাকা নাও থাকে তাহলে মেট্রোর টিকিট কাটার ক্ষেত্রে কোনও সমস্যাই হবে না এবার কারণ, মেট্রো নেটওয়ার্কের এক গুরুত্বপূর্ণ অংশ গ্রিন লাইন- 1 করিডোরের সবকটি স্টেশনেই চালু হয়ে গেল ইউপিআইয়ের মাধ্যমে টিকিট কাটার সুবিধা। শুধু টিকিট কাটার ক্ষেত্রেই নয় এই ব্যবস্থা ব্যবহার করে যাত্রীরা তাঁদের স্মার্ট কার্ডও রিচার্জ করতে পারবেন।
সোমবার থেকে এই ব্যবস্থা চালু হলেও যেহেতু বহু যাত্রী এই বিষয় অবগত ছিলেন না তাই অনেকেই এই সুবিধা নিতে পারেননি। তবে মঙ্গলবার থেকে এই মাধ্যমে টিকিট কাটার চাহিদা অনেকটাই বেড়েছে। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ-গ্রিন লাইন-1 করিডোরের সবকটি স্টেশনের বুকিং কাউন্টার থেকে ইউপিআই পেমেন্ট ভিত্তিক টিকিটিং ব্যবস্থার সুবিধা পাওয়া যাচ্ছে।