দুর্গাপুর, 2 জুন: গ্রামের 24 প্রহরের নামসংকীর্তন নিয়ে সামান্য বচসা ৷ যাতে শেষমেশ লাগল রাজনৈতিক রং। গ্রামের ঝামেলা মেটাতে আসরে বিজেপি'র চার কর্মী ৷ অভিযোগ, অন্যায়ের প্রতিবাদ করায় ব্যাপক মারধর করা হয় চার বিজেপি কর্মীকে। অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ভিত্তিহীন অভিযোগ বলে পালটা দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। সবমিলিয়ে ভোট মিটতে না-মিটতেই এই ঘটনায় উত্তেজনা ছড়াল দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে।
বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল, উত্তেজনা পাণ্ডবেশ্বরে - pandabeswar clash - PANDABESWAR CLASH
Clash in Pandabeswar: গ্রাম্যবিবাদে লাগল রাজনৈতিক রঙ ৷ বিজেপি কর্মীদের ব্যাপক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ যার জেরে ভোট মিটতে না-মিটতেই উত্তেজনা ছড়াল দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে।
Published : Jun 2, 2024, 2:57 PM IST
গুরুতর জখম অবস্থায় চার বিজেপি কর্মীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। শনিবার রাতে পাণ্ডবেশ্বরে বাজারি শোনপুর এলাকায় 24 প্রহরের নামকীর্তন অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান চলাকালীন অশান্তি বাঁধে বাদ্যকর ও বাউরি পাড়ার মধ্যে ৷ সামান্য এই বচসা শেষমেশ রণক্ষেত্রের চেহারা নেয় ৷ অভিযোগ, গ্রামের ঝামেলা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার জন্য চার বিজেপি কর্মী ঘটনাস্থলে যায় ৷ অভিযোগ, এরপরই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর চড়াও হয় ৷ লাঠি-সোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাঁদের ওপর, গুরুতর জখম অবস্থায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ তাদেরকে নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসে।
রবিবার সকালে ঘটনাস্থলে যায় ভূমিপুত্র অধিকার মঞ্চের প্রতিনিধিরা। এলাকায় চাপা উত্তেজনা থাকার কারণে চলেছে পুলিশি টহল। নির্বাচনের ফলাফল ঘোষণার আগে এই গ্রাম্যবিবাদে রাজনৈতিক রং লাগার কারণে এই এলাকা শান্ত রাখা প্রশাসনের কাছে এখন বড় চ্যালেঞ্জ। দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আহতরা চাইছেন এই ঘটনার সুবিচার। ভূমিপুত্র অধিকার মঞ্চের প্রতিনিধি নিতাই বাউরি বলেন, "রাজনৈতিক ঝামেলা নয়।পাড়ায় কীর্তন অনুষ্ঠান নিয়ে ঝামেলা। রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার। এই সংঘাত দুই পাড়ার সংঘাত।"