কান্দি, 14 ডিসেম্বর:তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে রহস্য। পৌলমী বিজয়পুরী নামে সরকারি হাসপাতালের ওই চিকিৎসকের দেহ উদ্ধার হল শুক্রবার। কান্দি এলাকায় নিজের বাড়ি থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, বছর আঠাশের ওই চিকিৎসকের গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানোর দাগ পাওয়া গিয়েছে।
পৌলমী বহড়া উপস্বাস্থ্য কেন্দ্রের এমও ছিলেন। মৃত চিকিৎসকের বাবা প্রশান্ত বিজয়পুরীও চিকিৎসক। স্কিন স্পেশালিস্ট পৌলমী বিজয়পুরী বড়ঞা গ্রামীণ হাসপাতাল সংলগ্ন এলাকায় সপ্তাহে একদিন প্রাইভেট প্যাকটিস করতেন বলেও পরিবারের তরফে জানা গিয়েছে। পরিবার,সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে বাড়িতে ভাইয়ের সঙ্গে একটি ঘরে বসে গল্প করছিলেন পৌলমী। রাত সাড়ে নটা নাগাদ ভাইকে ম্যাগি করতে পাঠান দিদি। খানিকক্ষণ বাদে ম্যাগি তৈরি করে নিয়ে এসে ভাই দেখেন দিদি ওড়নার ফাঁস দিয়ে ঝুলছেন।